খেলা

বিতর্কিত আউটে ক্ষুব্ধ ঋষভ

মুম্বই: আজাজ প্যাটেলের বলে ঋষভ পন্থ পরাস্ত হতেই ক্যাচের জোরদার আপিল করেছিল কিউয়ি ক্রিকেটাররা। তবে বল তাঁর ব্যাটে নাকি প্যাডে লেগে উইকেটকিপার ব্লান্ডেলের গ্লাভসে জমা পড়েছিল, তা স্পষ্ট নয়। আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ তাতে সাড়াও দেননি। তখন ডিআরএস নেয় নিউজিল্যন্ড। তৃতীয় আম্পায়ার পল রিফেল আউট ঘোষণা করেন পন্থকে। বিস্মিত ভারতীয় তারকা তা মেনে নিতে পারেননি। ফিল্ড আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন তিনি। শেষমেশ একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন ট্র্যাজিক হিরো। তাঁর আউট নিয়ে প্রচারমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন রোহিত। বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু বলা মুশকিল। তবে স্পষ্ট প্রমাণ না থাকলে মাঠে থাকা আম্পায়ারের সিদ্ধান্তই সাধারণত বজায় রাখা হয়। এক্ষেত্রে কেন সেই ধারার ব্যতিক্রম ঘটল জানি না। মাথায় রাখতে হবে অন-ফিল্ড আম্পায়ার আউট দেননি পন্থকে।’ তাঁর সংযোজন, ‘ব্যাট নিঃসন্দেহে প্যাডের কাছাকাছি ছিল। সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে সেটাও মাথায় রাখা উচিত ছিল। আমার মতে, নিয়ম সব দলের ক্ষেত্রেই এক হওয়া উচিত। দলবিশেষে তা বদলানো ঠিক নয়।’ রোহিত যা বলতে চেয়েছেন বা পন্থও যা বোঝাতে চেয়েছেন তা হল আলট্রাএজে ধরা পড়া ‘স্পাইক’ ব্যাটে-বলের সংযোগের ফলে তৈরি হয়নি। বরং প্যাডে স্পর্শ করেছিল ব্যাট। সেই আওয়াজই স্পাইক হয়ে ধরা পড়েছে। কিউয়ি আধিনায়ক টম লাথাম বলেছেন, ‘আমাদের কেউ কেউ এই সময় দুটো আওয়াজ পেয়েছে। এবার ডিআরএসের ক্ষেত্রে আউট দেওয়া হবে কিনা, সেটা পুরোপুরি আম্পায়ারের সিদ্ধান্ত।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা