খেলা

গ্রেগ স্টুয়ার্টের চোট নিয়ে উদ্বেগ সবুজ-মেরুন শিবিরে, ডাক্তার দেখাতে দেশে ফিরলেন হেক্টর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোটে ভুগছেন হেক্টর ইউস্তে। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিতে স্পেনে ফিরলেন তিনি। ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে কুঁচকিতে টান ধরে তাঁর। এমআরআই রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি। ফলে লেবাননের নেজমা এফসি’র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে হেক্টরকে প্রথম একাদশে রাখেন কোচ অস্কার ব্রুজোঁ। কিন্তু বিধি বাম। দ্বিতীয়ার্ধে চোট মাথাচাড়া দিতেই তুলে নিতে হয় এই স্প্যানিশ ডিফেন্ডারকে। শনিবার দলের সঙ্গে কলকাতায় ফিরলেও ক্লাবে আসেননি তিনি। সূত্রের খবর, চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ হেক্টর। দীর্ঘদিনের পরিচিত চিকিৎসকের পরামর্শ নিতেই ছুটি চেয়েছেন তিনি। টিম ম্যানেজমেন্টের সবুজ সঙ্কেত পেতেই দেশে ফেরার বিমান ধরেন ইউস্তে। আগামী শনিবার আইএসএলে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। সূত্রের খবর, মিনি ডার্বির আগে কলকাতায় ফিরবেন লাল-হলুদের স্প্যানিশ ডিফেন্ডার। তারপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত। 
সোমবার ইস্ট বেঙ্গল মাঠে মিনি ডার্বির প্রস্তুতিতে দল নিয়ে নামতে চলেছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। আইএসএলে এখনও জয়ের খাতা খুলতে ব্যর্থ আনোয়ার, তালালরা। মহমেডানের বিরুদ্ধে তাই তিন পয়েন্ট পেতে মরিয়া মশাল বাহিনী। এদিকে, গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে প্রবল চিন্তায় মোহন বাগান। রবিবার অনুশীলন করতে পারেননি তিনি। পায়ে মোটা স্ট্র্যাপ জড়িয়ে তড়িঘড়ি হোটেলে ফেরেন স্কটিশ ফুটবলার। চোট নিয়ে জোর ধোঁয়াশা। পরের ম্যাচে ওড়িশার বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। তার আগে স্টুয়ার্টকে ফিট করতে মরিয়া টিম ম্যানেজমেন্ট।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা