বিদেশ

বিশ্বের সবচেয়ে দূষিত শহর লাহোর, ভারতকে কাঠগড়ায় তুলল পাকিস্তান

ইসালামাবাদ: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের কলঙ্ক লেগে গিয়েছে লাহোরের গায়ে। ১ কোটি ৪০ লক্ষ জনসংখ্যার এই শহরে রবিবার দূষণ মাত্রা ছিল ১৯০০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র নির্ধারিত সহনক্ষমতার থেকে এই মাত্রা প্রায় ছ’গুণ বেশি। তবে এই পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করেছে স্থানীয় প্রশাসন। এই নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লিকে চিঠিও লিখেছে পাকিস্তান। এমনকী দূষণ ইস্যুতে আন্তর্জাতিক জনমত গড়ার হুমকি দিয়ে রেখেছে প্রতিবেশী এই দেশ। পাকিস্তানের পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন দপ্তরের সচিব রাজা জাহাঙ্গীর বলেন, ‘পূর্ব দিক দিয়ে ভারত থেকে দূষিত বাতাস প্রবেশের ফলে লাহোরে আমরা সমস্যায় পড়েছি। আমরা কাউকে দোষ দিচ্ছি না। এটা প্রাকৃতিক ব্যাপার।’ এরপরেই তিনি বলেন, ‘আমাদের এখন আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে জলবায়ু কূটনীতি প্রয়োজন।’ 
লাহোরে অতি ক্ষুদ্র দূষণকণা পিএম ২.৫ পৌঁছে গিয়েছে ৬১০ মাত্রায়। সহনক্ষমতা ১৫ থেকে এই মাত্রা প্রায় ৪০ গুণ বেশি। এই অবস্থায় দূষণ মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ করেছে লাহোর প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বাধ্যতামূলকভাবে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা। শহরবাসীকে ঘরের বাইরে বার হতে নিষেধ করা হয়েছে। ঘরের জানলা দরজা বন্ধ রাখতে বলেছে প্রশাসন। এছাড়া তিনচাকার রিকশ নিষিদ্ধ করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় নির্মাণের কাজ বন্ধ রয়েছে। পাঞ্জাব প্রদেশের মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, হাসপাতালগুলিতে স্মগ কাউন্টার খোলা হয়েছে।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা