দেশ

ক্ষমা চান আর নয় পাঁচ কোটি টাকা দিন, নইলে খুন করা হবে, ফের হুমকি সলমনকে

মুম্বই, ৫ নভেম্বর: লাগাতার হুমকি পেয়েই চলেছেন সলমন খান। এক সপ্তাহের মধ্যে ফের হুমকি পেলেন তিনি। এবার কুখ্যাত দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে হুমকি এসেছে বলে জানা গিয়েছে পুলিস সূত্রে। গতকাল, সোমবার গভীর রাতে মুম্বই পুলিসের ট্রাফিক কন্ট্রোল রুমে সেই হুমকি আসে। যাতে বলা হয়, ‘লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। সলমন খান যদি বাঁচতে চান, তা হলে আমাদের মন্দিরে (বিষ্ণোই সম্প্রদায়ের) যাওয়া উচিত এবং সেখানে গিয়ে ক্ষমাপ্রার্থনা করা উচিত। আর যদি সেটা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দু’টির কোনওটাই যদি না করেন, তা হলে সলমনকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও সক্রিয় রয়েছে। নজর রাখছে তাঁর উপর।’ এই হুমকি আসার পর থেকেই ফের তৎপরতা বাড়িয়েছে মুম্বই পুলিস। কোন নম্বর থেকে এই হুমকি এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সলমনকে গোটা বিষয়টি জানিয়েছেন পুলিসের আধিকারিকরা। কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করেই সলমনের সঙ্গে শত্রুতা বিষ্ণোই গ্যাংয়ের। লাগাতার তাঁকে হুমকি দেওয়া এমনকী বলিউডের ভাইজানের বাড়িতে হামলা চালাতেও পিছপা হচ্ছে না তারা। তবে গতকাল মুম্বই পুলিসের ট্রাফিক কন্ট্রোল রুমে যে হুমকি বার্তাটি এসেছে সেটি বিষ্ণোই গ্যাংয়ের তরফে পাঠানো কিনা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ৩০ অক্টোবর মুম্বই ট্রাফিক পুলিসের কাছে সলমনকে খুন করার হুমকি বার্তা এসেছিল। সেই সময়ে দু’কোটি টাকা দাবি করা হয়েছিল। সেই বিষয়ের তদন্ত চলছে। তারও আগে গত ১৮ অক্টোবর আরও এক হুমকি বার্তা আসে। তাতে বলা হয় পাঁচ কোটি টাকা না দিলে সলমনের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে। সেই ঘটনার তদন্ত করতে নেমে জামশেদপুর থেকে এক সব্জি বিক্রেতাকে গ্রেপ্তার করে মুম্বই পুলিস। একের পর এক হুমকির জেরে আগের তুলনায় সলমরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। যদিও এই হুমকি কাণ্ডে মোটেই ভীত নয় সল্লু। ‘বিগ বস’ ও সিনেমার শ্যুটিং করছেন তিনি।
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা