বিদেশ

আমেরিকা ও ইজরায়েলের দাঁত ভেঙে দেবে ইরান, হুমকি খামেনেইয়ের

জেরুজালেম: ইজরায়েল ও তার মদতদাতা আমেরিকার দাঁত ভেঙে দেবে ইরান। শনিবার এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। বন্ধু দেশ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইজরায়েল। আর এই কাজে তাদের সর্বতোভাবে সহায়তা করে চলেছে আমেরিকা। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বি-৫২ বোমারু বিমান। এই পরিস্থিতিতে খামেনেইয়ের ঘোষণা, ‘আমেরিকা এবং ইজরায়েল উভয়েই আমদের শত্রু। জেনে রাখা উচিত, তাদের দাঁত ভেঙে দেবে ইরান।’ খামেনেই-এর অন্যতম মুখ্য উপদেষ্টা কামাল খারাজি আবার ইজরায়েলি অভিযানের পাল্টা হিসেবে পরমাণু হামলার হুমকি দিয়েছেন। লেবাননের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বহিরাগত হামলা বাড়তে থাকলে ইরানও তার পরমাণু কর্মসূচি নিয়ে প্রতিশ্রুতির কথা পুনর্বিচার করবে। আমরা পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষমতা রাখি। কোনও সমস্যা হবে না।’ 
গত ১ অক্টোবর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ২৫ দিন পর গত ২৬ অক্টোবর পাল্টা আঘাত হানে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। এদিকে, তেহরানের এই হুঁশিয়ারির পরেই ইজরায়েলের লেবানন সীমান্তবর্তী তিরা শহর লক্ষ্য করে হামলা চালাল হিজবুল্লা। তাতে ১৯ জন জখম হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শনিবার লেবাননের দিক থেকে বহু রকেট তিরা শহরের দিকে উড়ে আসে। এই হামলায় ১৯ জন জখম হয়েছে বলে খবর। হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লা। তবে হামলা বা ক্ষয়ক্ষতি নিয়ে কোনও মন্তব্য করেনি ইজরায়েল। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা