বিদেশ

স্পেনে প্রবল ঝড়-বৃষ্টি অব্যাহত, মৃত্যু বেড়ে ২০৫

মাদ্রিদ, ২ নভেম্বর: বিগত পাঁচ দশকে এইধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখেনি স্পেন। যদিও বছরের এই সময়টায় স্পেনে বৃষ্টি হয়। তবে চলতি বছরে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি হয়েছে, যা বেনজির বলেই দাবি করছেন ইউরোপের আবহাওয়াবিদরা।
স্পেনে বিগত কয়েকদিন ধরেই অতি ভারী বৃষ্টি চলছে। যার ফলে বন্যার কবলে পড়েছে একাধিক প্রদেশ। বিশেষ করে স্পেনের দক্ষিণ ও পশ্চিম প্রদেশে বৃষ্টির দাপট বেশি থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। গতকাল শুক্রবার থেকে বৃষ্টি আরও বেড়ে গিয়েছে স্পেনের আন্ডালুসিয়া ও হিউএলভাতে। নতুন করে ভারী বৃষ্টির সতকর্তা জারি হয়েছে হিউএলভাতেও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিখোঁজ বাসিন্দাদের উদ্ধারে ভ্যালেন্সিয়ায় মোতায়েন করা হয়েছে ১০০-র বেশি সেনা। গোটা দেশে মোতায়েন করা হয়েছে ২২০০-র বেশি জওয়ানকে।
স্পেনে এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ২০৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন প্রশাসনের আধিকারিকরা। কারণ বহু প্রদেশে কাদা মাটির নিচে অনেকেরই আটকে থাকার আশঙ্কা রয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে এনজিও-র কর্মীরা ঝাঁটা, বালতি হাতে কাদাজল পরিস্কারে নেমেছেন রাস্তায়।
গত মঙ্গলবার ভ্যালেন্সিয়া প্রদেশে যা বৃষ্টি হয়েছে তা ২৮ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। বহু বাড়ির বেসমেন্ট এখনও জলের তলাতেই রয়েছে। প্রবল বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে রাস্তা, রেললাইন। এমনকী হেক্টরের পর হেক্টর কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। একাধিক শহরে নেই বিদ্যুৎ পরিষেবা। স্পেনের আপৎকালীন বিভাগ জানিয়েছে, গত কয়েকদিনের ঝড়ে শহর ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও পানীয় জল থেকে বঞ্চিত হয়েছে। অনেক মানুষ নিখোঁজ রয়েছে এখনও। তবে সেই সংখ্যাটি কত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা