বিদেশ

খোঁজ মিলছে না ইরানের প্রতিবাদী তরুণীর, মুক্তির দাবিতে বিক্ষোভ

তেহরান: জনসমক্ষে দেশে কড়া পোশাকবিধির প্রতিবাদ করলেন ইরানের আরও এক তরুণী। বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটলেন শুধু অন্তর্বাস পরে। এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিস। কিন্তু দু’দিন কেটে গেলেও ওই ছাত্রীর কোনও খোঁজ মিলছে না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, সাদা পোশাকের কিছু ব্যক্তিকে একটি গাড়ি করে ওই তরুণীকে অজ্ঞাতস্থানে নিয়ে যাচ্ছেন। তারপর ওই তরুণীকে কোথায় রাখা হয়েছে, তা নিয়ে কিছুই জানা যাচ্ছে না। এরইমধ্যে  তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে ইরানে। একই দাবিতে সোচ্চার হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামিনেস্টি। পাশাপাশি তাঁর উপর যেন অত্যাচার না হয়, তা নিশ্চিত করতেও বলা হয়েছে। রাষ্ট্রসঙ্ঘও বিষয়টির উপর নজর রাখছে। 
শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে ওই তরুণীকে প্রকাশ্যে অন্তর্বাস পরে হাঁটতে দেখা যায়। তিনি ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সেদেশে মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক। কেউ তা অমান্য করলে আইনে কড়া শাস্তির বিধান রয়েছে। যেমনটা হয়েছিল মাহসা আমিনির সঙ্গে। হিজাব দিয়ে ২২ বছরের তরুণীর মাথা ঢাকা ছিল না। সেজন্য তাঁকে ধরে নিয়ে যায় ইরানের নীতি পুলিস। পুলিসের হেফাজতে মাহসার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়েছিল ইরানের জনতা। আজাদ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক আমির মাজব বলেন, ওই তরুণীর স্বামী ও দু’টি সন্তান রয়েছে। মনে করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা করা হচ্ছে। পরে জানা যায় পুলিস তাঁকে গ্রেপ্তার করেছে।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা