বিদেশ

২.৫ ডেসিলিয়ন ডলার! রাশিয়ার জরিমানা গুগলকে

নয়াদিল্লি: কোনও সংস্থার কত টাকা জরিমানা হতে পারে? ২০১৪ সালে ব্যাঙ্ক অব আমেরিকার ঘাড়ে নেমে এসেছিল ১,৬৬৫ কোটি ডলারের শাস্তির খাঁড়া। বিশ্বের ইতিহাসে এটি অন্যতম রেকর্ড। কিন্তু সে সবই ফিকে হয়ে গিয়েছে গুগলের বিরুদ্ধে রাশিয়ার ধার্য করা জরিমানার সামনে। ২.৫ ডেসিলিয়ন ডলার! অর্থাৎ, ২৫-এর পরে ৩২টি শূন্য। সাধারণ লাখ বা কোটিতে এই টাকার হিসেব মেলানো দুষ্কর। এমন জরিমানার কথা কেউ কখনও শোনেনি। গোটা দুনিয়ার অর্থনীতি মিলিয়েও এত বড় সংখ্যার তল পাওয়া মুশকিল। ফলে এই জরিমানা শুধু নজিরবিহীন নয়, এক কথায় অবাস্তবও।
জ্যোতির্বিজ্ঞানে গণনার ক্ষেত্রেই ‘ডেসিলিয়ন’–এর ব্যবহার করেন বিশেষজ্ঞরা। গুগলকে সেই ‘মহাজাগতিক’ অঙ্কেই জরিমানা করেছে রাশিয়ার আদালত। কিন্তু কেন? কী অভিযোগ? ইউক্রেনের উপরে হামলার পর রাশিয়ার সরকারি টিভি চ্যানেলগুলিকে নিষিদ্ধ করে দেয় গুগলের মালিকানাধীন ইউটিউব। তাতেই সুন্দর পিচাইয়ের সংস্থার বিরুদ্ধে মামলা করে পুতিন সমর্থক ১৭টি সংবাদমাধ্যম। তাদের দাবি ছিল, ইউটিউবে তাদের চ্যানেলগুলি ফিরিয়ে দেওয়া হোক। সেই মামলাতেই সম্প্রতি গুগলকে দোষী সাব্যস্ত করেছে রুশ আদালত। জানিয়েছে, জাতীয় সম্প্রচার আইন ভঙ্গ করেছে এই মার্কিন বহুজাতিক। তাই ২ আনডেসিলিয়ন রুবল বা ২.৫ ডেসিলিয়ন ডলারের জরিমানার পাশাপাশি ৯০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইউটিউবকে। না হলে প্রতিদিন দ্বিগুণ হবে জরিমানার অঙ্ক।
যদিও এত বড় সংখ্যার হিসেব নিজেই গুলিয়ে ফেলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি সংখ্যাটি উচ্চারণও করতে পারছি না। তবে এটা বলতে পারি, বেনজির এই জরিমানার বিষয়টি প্রতীকী। রাশিয়ার সংবাদমাধ্যম সম্পর্কে গুগলকে মনোভাব বদলে বাধ্য করতে এই ‘মহাজাগতিক’ শাস্তি।’ রাশিয়ায় গুগলের শাখা সংস্থাকে অবশ্য গত বছরই দেউলিয়া ঘোষণা করা হয়েছে। ফলে এই অঙ্ক যে বাস্তবসম্মত নয়, তাও মেনে নিয়েছেন তিনি।
২০২০ সাল থেকে রুশ প্রশাসনের রোষানলে পড়েছে গুগল। পুতিনের দেশের দু’টি সরকারি টিভি চ্যানেলকে ইউটিউবে নিষিদ্ধ করার পর থেকে তার সূত্রপাত। মার্কিন সংস্থাটির দৈনিক জরিমানা ধার্য হয় ১ লক্ষ রুবল বা প্রায় ১ হাজার ২৮ ডলার। তবে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর সেই সংঘাত নতুন মাত্রা পায়। তারপর মার্চেই আরটি এবং স্পুটনিক সহ ক্রেমলিনের মদতপুষ্ট বিভিন্ন চ্যানেলকে বিশ্বজুড়ে নিষিদ্ধ করে ইউটিউব। এই পদক্ষেপের নেপথ্যে যুক্তি ছিল, হিংসাত্মক ঘটনাকে খাটো করে প্রচার করা হচ্ছে। এটা মার্কিন বহুজাতিকটির কনটেন্ট পলিসির পরিপন্থী। ইউটিউবের এই নীতিতে আটকে গিয়েছিল পুতিনপন্থী একহাজারের বেশি চ্যানেল এবং ১৫ হাজারের বেশি ভিডিও। এতেই চটে লাল মস্কো। এটিকে সংবাদমাধ্যমের উপরে ‘সেন্সরশিপ’ বলে আখ্যা দেয় তারা।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা