বিদেশ

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ ডোনাল্ড ট্রাম্পের

নিউ ইয়র্ক: বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে এবার মুখ খুললেন আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশকে ‘সম্পূর্ণ বিশৃঙ্খল’ বলে উল্লেখ করে হিন্দুদের উপর হিংসার ঘটনার কড়া সমালোচনা করেন ট্রাম্প। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলের পোস্টে দীপাবলির শুভেচ্ছা জানান প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি। সেই পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ এখনও সম্পূর্ণ বিশৃঙ্খলার পরিস্থিতি চলছে। সেখানে হিন্দু, খ্রিস্টান সহ অন্য ধর্মীয় সংখ্যালঘুরা জনতার হাতে হামলা ও লুটপাটের শিকার হচ্ছেন। আমি এই বর্বরোচিত হিংসার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ এর সঙ্গে তিনি দাবি করেন, ‘আমি দায়িত্বে থাকলে এমনটা কখনই হতে দিতাম না। কমলা (হ্যারিস) ও জো (বাইডেন) সারা বিশ্ব ও আমেরিকায় হিন্দুদের সম্পূর্ণ উপেক্ষা করেছেন।’ ইজরায়েল, ইউক্রেন বা আমেরিকার সীমান্ত সমস্যা মেটাতেও বাইডেন সরকার ব্যর্থ বলে দাবি করেছেন ট্রাম্প। একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভালো বন্ধু বলেও ওই পোস্টে উল্লেখ করেছেন তিনি। 
এই বক্তব্যের পরই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকায় বসবাসকারী হিন্দুরা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে এই প্রথম কোনও মার্কিন রাজনীতিক মুখ খুললেন বলে দাবি করেছেন তাঁরা। হিন্দু অ্যাকশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উত্সব সান্ধুজা বলেন, ‘ট্রাম্পের প্রতি আমি কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে, এই বিষয়ে কমলা হ্যারিস কিছুই বলেননি। উত্সবের মতে, বাংলাদেশের হিন্দুদের জন্য মুখ খোলার সুবিধা প্রেসিডেন্ট নির্বাচনেও পাবেন ট্রাম্প। এই বক্তব্যের পর মার্কিন-হিন্দুদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়তে চলেছে বলেও দাবি করেছেন উত্সব। ট্রাম্পের প্রতিবাদের পর সমাজ মাধ্যমে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছে হিন্দু ফোরাম কানাডাও।
নেভাদায় এক নির্বাচনী র‌্যালিতে ট্রাম্প। -পিটিআই
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা