খেলা

অন্ধ গেরুয়াকরণ গাড্ডায় ফেলেছে টিম ইন্ডিয়াকে, কোচ গম্ভীরের ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে হার নিয়ে সেভাবে হইচই হয়নি। নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীরের মধুচন্দ্রিমার অঙ্গ হিসেবেই দেখা হয়েছিল ওই ব্যর্থতাতে। কিন্তু ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ আগুনে ঘৃতাহুতির কাজ করেছে। আসলে তিন ম্যাচের সিরিজে এর আগে কখনও দেশের মাটিতে ‘চুনকাম’ হয়নি টিম ইন্ডিয়া। এমনকী কিউয়িরা এর আগে ১২বার ভারত সফরে এসে মাত্র দু’টি টেস্টেই জিততে পেরেছিল। এবার এমন কী হল যে, রোহিতরা তিনটি টেস্টেই বশ মানলেন তাদের কাছে!
বিসিসিআই এখন জয় শাহ, অরুণ ধুমালদের কাছে ব্যক্তিগত সম্পত্তির মতো। টি-২০ বিশ্বকাপ জেতার পর তাঁদের আস্ফালন আরও বেড়ে গিয়েছে। বলা ভালো, ধরাকে সরা জ্ঞান করেছেন। আর সেটাই পতনের পথ প্রশস্ত করেছে বলে মত ওয়াকিবহাল মহলের। তড়িঘড়ি রাহুল দ্রাবিড়ের জায়গায় গৌতম গম্ভীরকে কোচের পদে বসিয়ে দেওয়াকেও এই চরম ব্যর্থতার অনুঘটক হিসেবে দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, দ্রাবিড় রাতারাতি ভারতীয় দলের কোচ হননি। তার আগে বয়সভিত্তিক দলের দায়িত্ব সামলেছিলেন। ফলে ক্রিকেটারদের ‘পালস’ বুঝতেন তিনি। তাঁর সময়েও টিম ইন্ডিয়া খারাপ খেলেছে, তবে প্রত্যাঘাতও করেছে। সেদিক থেকে দেখলে গম্ভীরের কোচিং করানোর তেমন অভিজ্ঞতা নেই। স্রেফ লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি। এমন সামান্য অভিজ্ঞতা সত্ত্বেও দ্রাবিড়ের জায়গায় গম্ভীরকে বেছে নিতে জয় শাহরা দু’বার ভাবেননি। কোহলি, ঋষভদের হেড স্যার হিসেবে গম্ভীরকে বসানো হয়েছে জামাই আদরে। এর নেপথ্যে ভারতীয় ক্রিকেটে গেরুয়াকরণের অন্ধ রাজনীতি। গম্ভীর ছিলেন দিল্লির সাংসদ। এরপর সাকুল্যে বছর তিনেক ফ্র্যাঞ্চাইজি টিমের মেন্টরের ভূমিকা পালন করেই টিম ইন্ডিয়ার হেড কোচ— দাদা, কাকা না থাকলে উল্কার গতিতে এমন উত্থান অসম্ভব। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কে মুখ খুলবে? সবাই ধৃতরাষ্ট্রের মতো বসে আছেন। টুঁ শব্দটি করলেই রক্তচক্ষুর সম্মুখীন হতে হবে। বোর্ড সভাপতি রজার বিন্নিকে কাঠের পুতুলে পরিণত করা হয়েছে। আপন খেয়ালে বিসিসিআই চালাচ্ছেন জয় শাহই। তিনি এবার আইসিসি’র সভাপতি হচ্ছেন। ফলে নতুন বোর্ড সচিব পদে বিজেপি ঘনিষ্ঠ কাউকে বসানোর চেষ্টা চলছে। দৌড়ে এগিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলির পুত্র রোহন। আসলে মুম্বইয়ের ক্রিকেট সেন্টার নয়, ভারতীয় ক্রিকেটের রিমোট কন্ট্রোল পরিচালিত হয় নর্থ ব্লক থেকে। কান পাতলেই শোনা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পছন্দ-অপছন্দই ভারতীয় ক্রিকেটের বেদবাক্য। ছেলে জয়ের সচিব হওয়া নাকি সেই অঙ্কেই। এমনকী, নাটকীয়ভাবে সৌরভ গাঙ্গুলির বোর্ড সভাপতি হওয়া কিংবা পুনর্নির্বাচনের সুযোগ না পাওয়া তাঁরই ইচ্ছানুসারে। কংগ্রেস জমানাতেও ভারতীয় ক্রিকেটে রাজনৈতিক নেতাদের দাপট ছিল। তবে এমন মেরুকরণ হয়নি। মোদি জমানায় শিক্ষা, স্বাস্থ্য সহ অন্য ক্ষেত্রের মতো খেলাধুলাতেও গেরুয়াকরণ ঘটেছে সন্তর্পণে। সেটা জয় শাহর বোর্ড সচিব হওয়া কিংবা কল্যাণ চৌবের ফেডারেশন সভাপতি পদে বসার  মধ্যেই স্পষ্ট।
রাজনৈতিক নেতারা স্তাবকতা পছন্দ করেন। তবে কখনও তা বুমেরাং হচ্ছে দেখলে নিমেষে তাকে ছুড়ে ফেলতেও দ্বিধা করেন না। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বোর্ড কর্তাদের ঘুম ছুটিয়েছে। সতর্ক করা হয়েছে গম্ভীরকে। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হলে তো কথাই নেই। ডানা ছাঁটা হতে পারে কোচের, কোপ পড়তে পারে তাঁর পছন্দের সাপোর্ট স্টাফদের উপর। রেহাই পাবেন না রোহিত, কোহলিরাও!
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা