খেলা

দায় স্বীকার বিধ্বস্ত রোহিতের

মুম্বই: মাস পাঁচেক আগের কথা! ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ হাতে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি! ঠাসা গ্যালারিতে ‘রোহিত, রোহিত’ শব্দব্রহ্ম, দেশকে বিশ্বকাপ জেতানোর গর্বে ক্যাপ্টেনের চোখমুখ থেকে ঠিকরে বেরচ্ছিল জ্যোতি। কাট টু রবিবার মুম্বইয়ের ভর দুপুর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে যখন রোহিত শর্মার নাম ঘোষণা করছেন, ওয়াংখেড়েতে তখন শ্মশানের নিস্তব্ধতা। বিধ্বস্ত ক্যাপ্টেনও যেন কোনওক্রমে শরীরটাকে টেনে নিয়ে আসছেন পুরস্কারবিতরণী অনুষ্ঠানে। হতাশা লুকোতে মুখ ঢাকছেন বারবার। কয়েক মাস আগের সেই বিশ্বকাপ জয়ী অধিনায়কই যে রবিবার ভারতীয় ক্রিকেটের লজ্জার ইতিহাসে নাম তুলেছেন! দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া প্রথম ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, ‘এমন হতাশা হজম করা সতিই্য কঠিন। নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে।’
সাংবাদিক সম্মেলনে কাঠগড়ায় রোহিতের দিকে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে এসেছে। তাতে ‘হিটম্যানকে’ আরও বিধ্বস্ত দেখাল। জোর করে হাসতে চাইছিলেন। কিন্তু তাঁর চোখ হতাশা ঢাকতে ব্যর্থ। বিপর্যয়ের দায় ঘাড়ে নিয়ে রোহিত বললেন, ‘অধিনায়ক হিসেবে সেরাটা দিতে পারিনি। ব্যাট হাতেও ব্যর্থ। কেরিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্ত। এই ব্যর্থতার দায় আমার।’ 
রোহিতের আগ্রাসী ব্যাটিং মুখ থুবড়ে পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, ‘চলতি সিরিজে ব্যাটিং ভালো হয়নি। ডিফেন্সে অনেক ফাঁক থেকে গিয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের আগে ভুলভ্রান্তি শুধরে নেওয়ার চেষ্টা করব।’ রোহিতের পাশাপাশি চূড়ান্ত ব্যর্থ বিরাটও। দেশের মাটিতে দুই তারকা সিনিয়র ক্রিকেটার স্পিন খেলতে পারছেন না, এর থেকে বড় লজ্জা আর কী হতে পারে। অথচ, সিরিজ শুরুর আগে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ থাকলেও তা কাজে লাগাননি রোহিত, বিরাটরা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাত দিয়েছেন। একই কারণে তো আইপিএল থেকে নাম তুলে নেন না? টেস্টে রোহিতের ক্যাপ্টেন্সিও লেগেছে সাদামাটা। হিটম্যানের বক্তব্য, ‘উইকেট নিয়ে কোনও অভিযোগ নেই। স্পিনিং ট্র্যাকেই অতীতে অনেকে সাফল্য পেয়েছি। এবার দলগতভাবে ব্যর্থ আমরা। বিশেষ করে ব্যাটিং বিভাগ।’ তবে অস্ট্রেলিয়া সফরে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী রোহিত।  
এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের কারণ অনুসন্ধান করবে বোর্ড। নির্বাচক প্রধান ও কোচের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। তার ভিত্তিতে অস্ট্রেলিয়া সফরের পর কঠিন সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা