বিদেশ

আজ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন, সমীক্ষায় প্রতিটি সুইং স্টেটেই এগিয়ে ট্রাম্প

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প কি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন, নাকি প্রথমবার মহিলা প্রেসিডেন্ট পাবে আমেরিকা? আজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে গণনা। বুধবারের মধ্যেই বেসরকারিভাবে জানা যাবে মার্কিন সাদা বাড়ির মসনদে কে বসবেন—ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস। যদিও সরকারিভাবে ফল জানতে সেই জানুয়ারি। রাজনৈতিক মহলের অভিমত, ৪৭ তম প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে ট্রাম্পই। কারণ যে প্রদেশগুলি চিরাচরিতভাবে কোনও পক্ষে থাকে না, সেই সব প্রদেশের প্রত্যেকটিতেই সমীক্ষায় এগিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। 
নিরাপত্তা থেকে শুরু গণতন্ত্র রক্ষা। কয়েক মাস ধরে একধিক ইস্যুতে প্রচার সেরেছেন দুই হেভিওয়েট প্রার্থী। আগাম ভোটদানের মাধ্যমে ইতিমধ্যে নিজেদের মতামত জানিয়েছেন ৭ কোটি ৫০ লক্ষের বেশি নাগরিক। আজ অন্তিম পর্যায়ের লড়াই। অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, উত্তর ক্যারোলিনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন। আমেরিকার ভোট রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাতটি প্রদেশ। সাধারণত এখানকার ভোটাররা প্রায়শই মতামত বদল করে থাকেন। তাই এই প্রদেশগুলি ‘সুইং স্টেট’ নামে বিশেষ পরিচিত। শেষ মুহূর্তের একাধিক সমীক্ষা জানাচ্ছে, প্রত্যেকটি সুইং স্টেটে কমলার থেকে এগিয়ে রয়েছেন ট্রাম্প। জানা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই ডেমোক্র্যাট প্রার্থীর থেকে ১.৮ শতাংশ ভোট বেশি পাবেন প্রাক্তন প্রেসিডেন্ট। সুইং স্টেটের পাশাপাশি রয়েছে রেড ও ব্লু স্টেট। ‘রেড স্টেট’গুলিতে ১৯৮০ সাল থেকে জয়ের স্বাদ পেয়েছে রিপাবলিকানরা। ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের অন্যতম দুর্গ হিসেবে পরিচিত ‘ব্লু স্টেট’। 
২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হন ডোনাল্ড ট্রাম্প। চার বছর পরেও সেই স্মৃতি যেন ভুলতে পারছেন না রিপাবলিকান প্রার্থী।  সম্প্রতি পেনসিলভেনিয়ার জনসভায় সেকথা উল্লেখও করেন ট্রাম্প। আক্ষেপের সুরে বলেন, ‘আমি যেদিন দায়িত্ব ছেড়েছিলাম সেদিন পর্যন্ত আমাদের দেশের ইতিহাসে সীমান্ত সবথেকে বেশি সুরক্ষিত ছিল।’ এরপরেই অভিবাসন নীতি, নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অন্যদিকে, মিশিগানে ‘ঘৃণা ও বৈষম্য’ খতম করার বার্তা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসও। উচ্ছ্বসিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘এই ভোট আমাদের জীবনের সবথেকে নির্ণায়ক নির্বাচন হতে চলেছে। মানুষের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে।’ 
আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একাধিক ইস্যু। সমীক্ষা জানাচ্ছে, রিপাবলিকানদের একাংশ ট্রাম্পকে নিয়ে খুশি নন। এই ক্ষুব্ধ ভোটারদের অনেকেই বিপক্ষ দলের প্রার্থীকে সমর্থন জানাতে পারেন। সেক্ষেত্রে লাভবান হবেন কমলা। বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পরে মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। একইসঙ্গে রয়েছে অভিবাসন সমস্যা। সমীক্ষা বলছে, দুই ক্ষেত্রেই কমলার থেকে ট্রাম্পকেই ভরসা করছেন ‘সুইং স্টেটে’-র বাসিন্দারা। তবে গর্ভপাতের অধিকার ও গণতন্ত্র রক্ষার ইস্যুতে ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা