বিদেশ

ব্রম্পটনে হিন্দু মন্দিরের বাইরে বিক্ষোভ দেখানো পুলিসকর্মীকে সাসপেন্ড করল কানাডা সরকার

টরোন্টো, ৫ নভেম্বর: হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিকস্তরে অনেকটাই সর্ম্পক নষ্ট হয়েছে ভারত ও কানাডার। সেই পরিস্থিতির মাঝেই কানাডার ব্রম্পটনে হিন্দু মন্দিরে খালিস্তানপন্থীদের আক্রমণকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে চলে গেল। গতকাল, সোমবার একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, কানাডার ব্রম্পটন শহরের হিন্দু সভা মন্দিরে ভক্তদের উপর হামলা চালাচ্ছে খালিস্তানপন্থীরা। ওই মন্দিরের বাইরে বিক্ষোভও দেখাচ্ছে তারা। ঘটনাকে কেন্দ্র করে কানাডার ট্রুডো সরকারের উপর বেজায় চটে যায় নয়াদিল্লি। তীব্র নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, এই ধরনের হিংসার ঘটনা ভারতের মনোবল ধ্বংস করতে পারবে না। আমরা আশা করব কানাডা সরকার বিচার নিশ্চিত করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করবে।
হিন্দু সভা মন্দিরে হামলার ঘটনায় নিন্দা করেছেন কানাডার বিরোধী দলনেতা পিয়ের পলিভিয়েরও। এর মাঝেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার। ওই মন্দিরের বাইরে বিক্ষোভ দেখানোর অভিযোগে হরিন্দর সোহি নামের এক পুলিসকর্মীকে সাসপেন্ড করেছে ট্রুডো সরকার। তিনি কানাডার পিল অঞ্চলে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
একটি ভাইরাল ভিডিওতে খালিস্তানি সমর্থকদের সঙ্গে ওই পুলিসকর্মীকে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে ব্রম্পটনে হিন্দু মন্দিরের বাইরে। চাপের মুখে পড়েই সেই পুলিসকর্মীকে সাসপেন্ড করেছে প্রশাসন। হরিন্দর সোহিকে সাসপেন্ড করার কথাও জানিয়েছেন কানাডার পিল অঞ্চলের পুলিসের মুখপাত্র।  ব্রম্পটনে হিন্দু মন্দিরে হামলার ঘটনাটি ঘটেছে গত রবিবার। ওই মন্দিরে চড়াও হয় খালিস্তানি সমর্থকরা। তাদের অনেকের হাতেই ছিল খালিস্তানি পতাকা। তারাই মন্দির চৌহদ্দিতে ঢুকে ভক্তদের মারধর শুরু করে। সেই সংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এই ঘটনার পরই ওই মন্দিরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা