বিদেশ

পোলিও টিকাকরণ কর্মসূচি চলাকালীন বোমা বিস্ফোরণ, পাকিস্তানে ৫ শিশু সহ মৃত ৭

করাচি: বাইকে রাখা বোমায় বিস্ফোরণ। এর জেরেই শুক্রবার একটি পোলিও টিকাকরণ কর্মসূচি চলাকালীন মৃত্যু হল পাঁচ জন স্কুলপড়ুয়া সহ কমপক্ষে সাতজনের। জখম হয়েছে আরও ২২ জন। জানা গিয়েছে, পুলিস ভ্যানকে নিশানা করে রাস্তার পাশে একটি বাইকে রাখা ছিল বোমা।
সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ মাসতাংয়ের সিভিল হাসপাতাল চক সংলগ্ন একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের কাছে বিস্ফোরণটি ঘটে। কারণ সেখানেই ছিল ওই পুলিস ভ্যান। আর তা বাইকের কাছাকাছি আসতেই বিস্ফোরণ ঘটে। সেইসময় মোটর রিকশায় চেপে স্কুলে যাচ্ছিল বেশ কয়েকজন খুদে। প্রবল বিস্ফোরণের জেরে মুহূর্তেই পুরো এলাকার চিত্রটাই বদলে যায়। ঘটনায় পাঁচজন স্কুল পড়ুয়া, এক পুলিসকর্মী সহ আরও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ২২ জন। এদের মধ্যে ১১ জনকে কোয়েট্টা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। বাকিদেরও নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের নেপথ্যে কোনও জঙ্গি সংগঠন রয়েছেন কি না তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
হামলার সমালোচনায় সরব হয়েছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফারাজ বুগটি। তাঁর কথায়, এটি সন্ত্রাসবাদী হামলা। এবার নিষ্পাপ শিশুদেরও নিশানা করা হচ্ছে। তবে কড়া হতে এই অপরাধের মোকাবিলা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। উল্লেখ্য, দিন কয়েক আগেই এই প্রদেশের পাঞ্জগুড়ে বন্দুকবাজদের হামলায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছিল।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা