খেলা

জন্মের শহরে ফের নায়ক, তৃপ্ত ওয়াংখেড়ের বাদশা

মুম্বই: ওয়াশিংটন সুন্দরকে বোল্ড করেই মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন শূন্যে। আজাজ ‘ওয়াংখেড়ে’ প্যাটেলের সেলিব্রেশন শুরু। পয়া মাঠেই কিউয়ি স্পিনার ফের সর্ষেফুল দেখালেন রোহিত-বিরাটদের। তিন বছর আগে মুম্বইয়ের এই বাইশ গজে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট তুলে নিয়েছিলেন বাঁ হাতি বোলার। চলতি সিরিজেও আরব সাগরের পাড়ে কিস্তিমাত করলেন। তিনিই ম্যাচের সেরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৬ রান খরচ করে হাফ ডজন শিকার। সবমিলিয়ে তৃতীয় টেস্টে ১১ উইকেট উঠল আজাজের ঝুলিতে। সবাইকে ছাপিয়ে তিনিই ওয়াংখেড়ের বাদশা।
আজাজ প্যাটেলের জন্ম মুম্বইয়ে। মাত্র আট বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি দেন সুদূর নিউজিল্যান্ড। অকল্যান্ড, ওয়েলিংটন, নেপিয়ারের জলহাওয়ায় বেড়ে উঠলেও ‘আমচি’ মুম্বই নিয়ে বরাবর নস্টালজিক তিনি। সেই উদ্দীপনা কাজে লাগিয়েই ফের ভেল্কি দেখালেন ওয়াংখেড়েতে। ম্যাচ জিতিয়ে আজাজের মন্তব্য, ‘দুর্দান্ত অনুভূতি। হাতে খুব বেশি পুঁজি ছিল না। তবে জানতাম, দ্রুত ধাক্কা দিতে পারলে চাপে পড়বে ভারত। সেটাই হয়েছে।’ নিখুঁত আর্মারে গিলকে ফিরিয়ে শুরু। এরপর বিরাট, সরফরাজ, পন্থ, জাদেজা, সুন্দরের মূল্যবান উইকেটও জমা পড়ল তাঁর ঝুলিতে। নামী তারকাদের কাগুজে বাঘে পরিণত করলেন আরও একবার। আজাজের গলায় তৃপ্তির সুর স্পষ্ট। তাঁর মন্তব্য, ‘আমি শুধু বলটা জায়গায় রাখার চেষ্টা করেছি। বাড়তি পরীক্ষা নিরীক্ষার কোনও জায়গা ছিল না। পরিকল্পনা সফল হওয়ায় আমি খুশি।’
আজাজ ফিঙ্গার স্পিনার। সামর্থ অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরিতেও তাঁর জুড়ি নেই। একমাত্র ঋষভ পন্থের বিরুদ্ধে কিছুটা বেকায়দায় পড়েছিলেন তিনি। পরের পর প্যাডেল সুইপ আর স্টেপ আউট করে আজাজের ছন্দ নষ্ট করে দেওয়াই পন্থের লক্ষ্য ছিল। ভারতীয় তারকার প্রশংসা করে কিউয়ি স্পিনার বলেন, ‘আর কিছুক্ষণ ক্রিজে থাকলে ম্যাচ শেষ করে দিত ঋষভ। ও অসাধারণ ব্যাটার।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা