দেশ

রাজ্যে উপাচার্য নিয়োগ, মুখ্যমন্ত্রীর অধিকার কাড়তে ফের শীর্ষ আদালতে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর ক্ষমতা কেড়ে নিতে মরিয়া মোদি সরকার। তাই কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যর (সি ভি আনন্দ বোস) মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন করা হল। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে বিষয়টি উল্লেখ করেন। মূল মামলা আগামী ৯ ডিসেম্বর শোনার কথা ছিল। কিন্তু অ্যাটর্নির অনুরোধে উপাচার্য বাছাইয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মতামতকে অপেক্ষাকৃত কম করার এই আবেদনের শুনানি হবে আগামী সোমবার ১১ নভেম্বর। 
রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্য-রাজ্যপাল বিবাদ চলছেই। সুপ্রিম কোর্টের নির্দেশে ঠিক হয়েছে, সার্চ কমিটি প্রস্তাবিত একটি নামের তালিকা দেবে। এবং সেই তালিকা থেকে নাম বেছে নেবেন মুখ্যমন্ত্রী। সেই নাম তিনি পাঠাবেন রাজ্যপালকে। কারণ, আদতে নিয়োগ কর্তা আচার্যই। 
আর এই নিয়মেই আপত্তি আচার্যর। বলা ভালো কেন্দ্রের। তাই এদিন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি বেঞ্চের সামনে বিষয়টি উল্লেখ করে বলেন, মুখ্যমন্ত্রী নয়। উপাচার্য হতে পারেন এমন প্রস্তাবিত নামের তালিকা ‘অর্ডার অব প্রেফারেন্স’ অর্থাৎ যোগ্যতার ক্রম ঠিক করে দিক সার্চ অ্যান্ড সিলেকশন কমিটিই। সেই মোতাবেক নিয়োগ হোক। এই আবেদনের যুক্তি হল, মুখ্যমন্ত্রী নাম বাছলে সেটি রাজ্যপাল তথা আচার্যর পছন্দ নাও হতে পারে। ফলে বিবাদ চলতেই থাকবে। উভয়ের আবেদনের ভিত্তিতে বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দেন, ঠিক আছে, আপনাদের আবেদনের বিষয়টি সোমবার শোনা হবে। তবে এটাও শুনে রাখুন, আদতে যদি নিয়োগে বিলম্ব তথা আরও জটিলতা বাড়ে, তাহলে আমরা অর্থাৎ সুপ্রিম কোর্টই উপাচার্য নিয়োগ করব।
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা