দেশ

বাজির নিষেধাজ্ঞা বাস্তবায়িত হয়নি, দিল্লি সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৪ নভেম্বর: দীপাবলির পরই আরও খারাপ হয়েছে দিল্লির বাতাসের গুণমান। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দীপাবলির পর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে দিল্লি। এমনকী দিল্লির একাধিক জায়গায় বায়ুর গুণমান বিপদসীমাও অতিক্রম করেছে। এই আবহে আজ, সোমবার দিল্লি সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।    
সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, এই বছর দূষণের মাত্রার নিরিখে দিল্লি সর্ব কালের রেকর্ড ভেঙে দিয়েছে। আগের দু’বছরের তুলনায় এবছর দিল্লিতে দূষণের মাত্রা ছিল সর্বোচ্চ। বাজি সংক্রান্ত যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা বাস্তবায়িত করা হয়নি।
এরপরই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বাজির নিষেধাজ্ঞা কর্যকর করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, তা দিল্লি সরকার এবং দিল্লির পুলিস কমিশনারকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে। পাশপাশি, বাজি নিষিদ্ধ করতে পরের বছর কী কী ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটিও আগামী এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ কোর্ট।
অন্যদিকে, প্রতি বছর এই সময়ে দিল্লির পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জব এবং হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানোর কারণে দিল্লিতে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। এই বিষয়টি নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। অক্টেবরের শেষ দশ দিনে কত পরিমাণ ফসলের গোড়া পোড়ানো হয়েছে, তা হরিয়ানা এবং পাঞ্জাব সরকারকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা