দেশ

ভোটে প্রার্থী নয়, মত বদলে ঘোষণা মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা জারাঙ্গের

মুম্বই: কয়েক ঘণ্টার মধ্যেই মতবদল। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছেন না বলে জানিয়ে দিলেন মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাতিল। সোমবার তিনি জানিয়ে দিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। ১০-১৫ টি আসনে তিনি প্রার্থী দিতে পারেন বলে জানিয়েছিলেন জারাঙ্গে। এদিন তিনি জানান, ‘অনেক ভাবনাচিন্তার পর সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচনে কোনও প্রার্থী দেব না। মারাঠা সমাজ নিজেরাই সিদ্ধান্ত নেবে কাকে হারাতে হবে আর কাকে নির্বাচিত করতে হবে। আমার সঙ্গে কোনও দলের সম্পর্ক নেই বা কোনও প্রার্থীকে সমর্থন করছি না।’ একইসঙ্গে জারাঙ্গে জানান, যারা মারাঠাদের ন্যায়বিচার দেয়নি, তাদের বিরুদ্ধে কাজ করে যাবেন তিনি। রাজনৈতিক মহলের মতে, জারাঙ্গের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের ফলে লাভবান হতে পারে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি। এতে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা কমবে। লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর মহারাষ্ট্রে খারাপ ফলের পিছনে অন্যতম কারণ ছিল মারাঠা সম্প্রদায়ের অসন্তোষ। বিধানসভা নির্বাচনেও তার পুনরাবৃত্তি হয় কি না, তার দিকে নজর বিশেষজ্ঞদের।
মারাঠাদের সংরক্ষণের দাবিতে অনশনে বসে সারা দেশের নজরে এসেছিলেন ৪২ বছরের জারাঙ্গে। গোটা মহারাষ্ট্রেই মারাঠা সংরক্ষণ নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। সম্প্রতি জারাঙ্গে জানান, মারাঠওয়াড়া অঞ্চলে তিনি বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোটের বিরুদ্ধে প্রার্থী দেবেন। সেই সিদ্ধান্ত বদল প্রসঙ্গে  জারাঙ্গে বলেন, ‘আমাকে কেউ চাপ দেয়নি। মারাঠা সম্প্রদায়কে যারা হেনস্তা করেছে বা তাদের খারাপ চেয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়া দরকার।’ তাঁর বক্তব্য, ‘একটিমাত্র সম্প্রদায়ের ভোটে কোনও নির্বাচনে জেতা সম্ভব নয়। রাজনীতিতে আমরা নতুন। যদি আমরা প্রার্থী দিয়ে হেরে যাই, তাহলে তা সম্প্রদায়ের জন্য লজ্জার হত।’
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা