বিনোদন

প্রতিযোগিতায় বিশ্বাস নেই তিতিক্ষার

ঘনিষ্ঠ বৃত্তে তিতিক্ষা দাস লক্ষ্মী মেয়ে। আবার ক্ষেত্র বিশেষে চঞ্চলও। স্টার জলসার ধারাবাহিক ‘দুই শালিক’-এর অন্যতম আঁখির চরিত্রে এখন তিতিক্ষাকে বেশ পছন্দ করছেন দর্শক। ভীরু, সমস্ত অন্যায় মুখ বুজে মেনে নেওয়াটাই  যার স্বভাব। আঁখি আসলে হেরে যাওয়ার আগেই হেরে যাওয়া এক অসহায় মেয়ে। ‘আমি নরম প্রকৃতির মানুষ। তবে আঁখির মতো এতটাও নয়’, দৃঢ় কণ্ঠস্বর অভিনেত্রীর। তিতিক্ষা তাই অনেকটাই নিজেকে ভাঙছেন এবং গড়ছেন চরিত্রের তাগিদে। 
তবে তিতিক্ষার পরীক্ষা অন্য জায়গায়। ধারাবাহিকের গল্প অনুযায়ী যমজ বোনের অন্যতম একজন আঁখি। সাধারণত একই অভিনেত্রী দুই বোনের ভূমিকায় অভিনয় করেন। এই ধারাবাহিকে দুই ভিন্ন অভিনেত্রী অভিনয় করছেন যমজ বোনের ভূমিকায়। পর্দায় তিতিক্ষার সহোদরা নন্দিনী দাস। আশ্চর্য রকম মুখের মিল দুই অভিনেত্রীর। এই অভিনব নিরীক্ষায় চমক রয়েছে ঠিকই। পাশাপাশি পর্দা ভাগাভাগিতে দুই সমান্তরাল নায়িকার ব্যক্তিত্বের সংঘাত নিয়েও প্রশ্ন থাকে। এই প্রসঙ্গে তিতিক্ষার সংযত উত্তর, ‘ব্যক্তি জীবন ও অভিনয় জীবনে আমার কারও সঙ্গে কোনও প্রতিযোগিতা নেই। উল্টে  আমার ভালো লাগছে যে, এই সিরিয়ালে দু’জন হিরোইন। কারণ, আমি উইমেন এমপাওয়ারমেন্টে বিশ্বাস করি। এখানে আমরা দু’জন যমজ বোনের চরিত্রে অভিনয় করছি। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।’ 
ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন তিতিক্ষা। সেই স্বপ্ন সত্যি হওয়ার পথ কঠিন হলেও তাতে আনন্দ রয়েছে। অভিনেত্রীর কথায়, ‘এই দুনিয়া আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। ছোট থেকেই এই জগতে প্রতিষ্ঠিত হতে চেয়েছি। তখন পথ খুঁজে পেতাম না। এখন পেয়েছি।’ দিনে ১৪ ঘণ্টা করে শ্যুটিং। তারপর সোজা বাড়ি। আপনজনদের সান্নিধ্যে নিজেকে সঁপে দেওয়ার মধ্যে আঁখিকেই কোথাও অনুভব করেন তিতিক্ষা। বলেন, ‘এটাই আমার সঙ্গে আঁখির একমাত্র মিল।’
প্রিয়ব্রত দত্ত
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা