বিনোদন

শক্তিরূপেণ সংস্থিতা

বদলাচ্ছে ‘নায়িকা’র সংজ্ঞা। সমানতালে অ্যাকশনে অভিনেত্রীরাও। 
কয়েক বছর পিছিয়ে যান। ভাবুন, একটি কমার্শিয়াল ঘরানার ছবি দেখতে বসেছেন। সে ছবিতে নায়িকার ভূমিকা কী? সাজগোজ, নায়কের সঙ্গে প্রেম, নাচ ও বিপদে পড়া। তাঁকে উদ্ধারে সর্বক্ষণ যেন প্রস্তুত নায়ক। তবে ওটিটির এই যুগে সিনেমার ভাষাতেও পরিবর্তন এসেছে। নায়ক-নায়িকার থেকেও এখন গল্প বেশি গুরুত্বপূর্ণ। কনটেন্ট নির্ভর এই সময়ে নায়িকারাও এখন আর কেবল বিপদে পড়েন না। তাঁরাও ঝাঁপিয়ে পড়েন অন্যকে বিপদ থেকে উদ্ধারে। ভয় না পেয়ে হাতে তুলে নেন অস্ত্র। নেমে পড়েন অ্যাকশনের ময়দানে।
সদ্য মুক্তি পেয়েছে রোহিত শেট্টির ‘সিংহম এগেন’। এই ছবিতে নারীর বিপদে পড়ার কথা যেমন আছে, একইভাবে ফুটিয়ে তোলা হয়েছে একজন মহিলার অ্যাকশন অবতার। করিনা কাপুর খানের অপহরণকে কেন্দ্র করে গল্প। আবার পুলিস ফোর্সে আছেন শক্তি শেট্টি (দীপিকা পাড়ুকোন)। যাঁর অ্যাকশন অবতার দর্শকের ভালো লেগেছে। এটি রোহিতের কপ ইউনিভার্সের প্রথম মহিলা পুলিস। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল আলিয়া ভাটের ‘জিগরা’। সেখানেও অ্যাকশন অবতারে দেখা গিয়েছে নায়িকাকে। ভাইকে উদ্ধার করতে হাতে অস্ত্র তুলে নিতে দ্বিধাবোধ করেনি আলিয়া অভিনীত চরিত্র। আবার যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম মহিলাকেন্দ্রিক ছবি ‘আলফা’তেও  থাকছেন আলিয়া। সঙ্গে শর্বরী ওয়াঘ। সেখানেও ধুন্ধুমার অ্যাকশনে দেখা যাবে তাঁদের। সদ্য কাশ্মীরে অ্যাকশন দৃশ্যের শ্যুট করেছেন তাঁরা। সামান্থা রুথ প্রভুর কথা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘ফ্যামিলি ম্যান’ সিজন ২তে তাঁকে দেখা গিয়েছিল রুক্ষ ভূমিকায়। নায়কের প্রতিপক্ষ হিসেবে অত্যন্ত সাবলীলভাবে লড়াই করেছিলেন তিনি। যদিও তাঁর অধিকাংশ অ্যাকশন দৃশ্যে কাঁচি পড়েছিল বলে মনখারাপ হয়েছিল অভিনেত্রীর। সদ্য ‘সিটাডেল: হানি বানি’ ছবির ঝলক মুক্তি পেয়েছে। সেখানে পুরোদমে অ্যাকশনে রয়েছেন নায়িকা। হলিউডের মূল ছবিতে অভিনয় করেছিলেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। অ্যাকশন অবতারে তিনি প্রশংসিত। সদ্য এক সাক্ষাৎকারে জেমস বন্ডের মহিলা সংস্করণে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করেছেন সামান্থা। বলেছেন, ‘কে না চায় গোয়েন্দা গল্পে লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে? সমস্ত অভিনেতারই স্বপ্ন জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা। অ্যাকশন ছবি করা খুবই আনন্দদায়ক।’ করিনা, কঙ্গনা রানাওয়াত, ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন অ্যাকশন দৃশ্যে। ‘ওয়ার ২’ ছবিতে এ ধরনের দৃশ্যে অভিনয় করেছেন কিয়ারা আদবানি। পিছিয়ে নেই টলিউডও। ‘টেক্কা’ ছবিতে রুক্মিণী মৈত্র যেমন অ্যাকশন অবতার নিয়েছেন, মিতিন মাসি হিসেবে কোয়েল মল্লিককেও অস্ত্র ধরতে হয়েছে। ‘মির্জা’ সিনেমায় ঐন্দ্রিলা সেনের অ্যাকশন দৃশ্য প্রশংসিত সর্বস্তরে।  
ইন্ডাস্ট্রিতে মহিলাদের বেতন বৈষম্য নিয়ে সরব হন অনেকেই। পাশাপাশি তাঁরা কেন অ্যাকশন দৃশ্য থেকে বঞ্চিত, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। দীপাবলির মরশুমে ‘শক্তিরূপা’ হিসেবে পূজিতা হন দেবী। অথচ সিনে দুনিয়ায় নারীরা কেবল ‘শান্তিরূপে’ বিরাজমান কেন থাকবেন? 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা