বিনোদন

ইন্ডাস্ট্রির অবক্ষয়ের জন্য দায়ী রাজনীতি

হেথা নয়, হেথা  নয়, অন্য কোথাও, অন্য কোনও খানে এবার বসত করতে চান লাবণী সরকার। সে জগতে থাকবে না অভিনয়ের কোনও অভিমুখ। অভিনয় ছেড়ে এবার নিজের শর্তে স্বাধীন হতে চান লাবণী। ‘আপাতত নিজের পরিচিত পরিধি থেকেই ভিন্ন এক জীবনে পা রাখতে চাই। যেখানে টেনশন নেই, ভালো খারাপের চুল চেরা বিশ্লেষণ নেই! অন্য একটা জীবন যাপন করে আমি পৃথিবী থেকে বিদায় নিতে চাই’— ভারতলক্ষ্মী স্টুডিওর সাজঘরে বসে নির্লিপ্ত হয়ে বললেন লাবণী। 
৩৫বছরের সিনেমার কেরিয়ারে ৩০বছর ধরেই পর্দায় মাতৃত্বের একঘেয়েমি কি এমন সিদ্ধান্তের কারণ? লাবণীর উত্তর, ‘একটা বয়সের পর সম্পূর্ণ অন্য জীবন যাপন করার স্বপ্ন ছিলই। বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছি। ছবির সংখ্যা অনেক কমিয়ে দিয়েছি।’ কিন্তু অভিনয়ের বাইরে কী করতে চান? অভিনেত্রী জানালেন, প্রান্তিক শিশুদের কল্যাণে কাজ করতে চান তিনি। অভিনয় থেকে কি অবসর নেবেন? তাঁর কথায়, ‘সিরিয়াল করা ছেড়ে দিয়েছি। যে কাজটা করতে ইচ্ছে করে ওইটুকু করি। অভিনয় আমার জীবনের একটা অংশ। সবকিছু নয়।’
দীর্ঘ অভিনয় জীবনে পেশাগত কোনও অসন্তুষ্টি কি তৈরি হয়েছে? ক্ষোভ উগরে লাবণী বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ। ক্রিয়েটিভিটিটাই নষ্ট হয়ে গেছে। অরিজিনালিটির এতো অভাব। কেন জানি না! যথেষ্ট শিক্ষিত ডিরেক্টর কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আছেন। অথচ দৃষ্টিভঙ্গি খুব সংকীর্ণ হয়ে গিয়েছে। এই অবক্ষয়ের জন্য দায়ী রাজনীতি। এত ঘৃণা নিয়ে কোনও ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চলতে পারে না। আর এই রাজনীতির শিকার আমরা। যারা কোনও দিন কোনও দলে যোগ দিইনি।’
অভিনয় জগৎ থেকে সরে আসার এটাই কি সবচেয়ে বড় কারণ? লাবণীর উত্তর, ‘আর কোনও ঘেরাটোপের মধ্যে জীবনযাপন করতে চাইছি না। ভালোবেসে অভিনয় করতে এসেছিলাম। এবার সেই ভালোবাসাটাকে যদি অন্য কিছুতে নিয়ে যাওয়া যায়, তার চেষ্টা করছি।’
প্রিয়ব্রত দত্ত
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা