দেশ

পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে লম্বা ফাটল, নজরে আসতেই বাড়ছে উদ্বেগ

ভুবনেশ্বর, ৪ নভেম্বর: কয়েক শতাব্দী প্রাচীন পুরীর মন্দির ঘিরে বাড়ছে উদ্বেগ। জগন্নাথদেবের মন্দিরের দেওয়ালে ধরা পড়েছে লম্বা ফাটল। যা নিয়ে বেশ চিন্তায় পড়েছে ওড়িশা সরকার। মন্দির সূত্রে খবর, মন্দিরের ভোগ বিতরণের স্থল থেকে মেঘনাদ পাচেরি পর্যন্ত লম্বা ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে ভক্তদের মধ্যেও শোরগোল পড়ে গিয়েছে।
তবে ফাটল নজরে আসার পরেই ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। প্রশাসনকে বিষয়টি জানানোর পর ওড়িশা সরকার এই বিষয়ে আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার সাহায্য চেয়ে পাঠিয়েছে। তারাই দেওয়ালের এই ফাটল মেরামত করবে বলে খবর।
তবে প্রশ্ন উঠছে দ্বাদশ শতাব্দীর এই মন্দিরের দেওয়ালে ফাটল দেখা দেওয়ার কারণ কী? এই প্রশ্নের একটি উত্তর আপাতত পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মন্দিরের যে অংশ থেকে জগন্নাথ দেবের প্রসাদ বিলি করা হয়, সেই অংশ থেকে দীর্ঘ কয়েক বছর ধরে জল চুঁইয়ে পড়ছিল বাইরের দেওয়ালে। দীর্ঘদিন ভিজে থাকার ফলে সেই দেওয়ালে জমেছে শ্যাওলার পুরু স্তর। ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে বাইরের ওই দেওয়ালটি।
তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত করবে বলে জানিয়েছে রাজ্য সরকার। ঐতিহ্যশালী পুরীর মন্দিরের এহেন অবস্থা নিয়ে ভক্তদের পাশাপাশি চিন্তা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরাও।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা