কলকাতা

মদ্যপানের প্রতিবাদ করায় বাঘাযতীনে ক্লাব ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যরা মদ্যপানের প্রতিবাদ করায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ শহরতলির বাঘাযতীন এলাকা। প্রতিবাদী মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারা এলাকার বাসিন্দা ও ক্লাবের সদস্যদের মারধর করেছে বলেও অভিযোগ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীন এলাকার বিদ্যাসাগর কলোনিতে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে নেতাজিনগর থানা।
জানা গিয়েছে, বাঘাযতীন কলোনির একটি ক্লাবের কালীপুজোর মণ্ডপে শনিবার গভীর রাত পর্যন্ত ক্লাবে ছিলেন সদস্যরা। অভিযোগ, আচমকা ক্লাবের মধ্যে ৫০-৬০ জন দুষ্কৃতী ঢুকে পড়ে। তাদের সকলের হাতে ছিল লাঠি, বাঁশ। ক্লাবের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই তাঁদের মারধর করা হয়। ভাঙচুর করা হয় ক্লাব। খবর পেয়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাঁদেরও মারধর করা হয়। এমনকী মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। মহিলাদের বক্তব্য, অভিযুক্তরা প্রতিদিন এখানে বসে মদ্যপান করে। কালীপুজোর দিনেও মদ খায় তারা। এলাকার লোকজন ও ক্লাবের সদস্যরা বাধা দিলে দুষ্কৃতীদের কয়েকজনের সঙ্গে তাঁদের ঝামেলা হয়। তখন ক্লাবের এক সদস্যকে শাসিয়ে যায় তারা। জানা গিয়েছে, একজনকে ফোনে হুমকি দিয়ে ভয় দেখায় দুষ্কৃতীরা। শনিবার রাতে যখন ভোগ বিতরণ চলছিল, তখন ৫০-৬০ জন দুষ্কৃতী সেখানে এসে তাণ্ডব চালায়। এলাকাবাসীর অভিযোগ, যারা হামলা চালিয়েছে, তারা সকলেই এক প্রোমোটারের হয়ে কাজ করে। থানায় ফোন করা হলে তারা প্রথমে আসতে চায়নি। অনেক পরে পুলিস আসে। যদিও পুলিসের দাবি, খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে অফিসার ও পুলিসকর্মীরা সেখানে পৌঁছে যান এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ দায়ের হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। - নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা