কলকাতা

সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার শুভেচ্ছা, ট্রোলের মুখে পুলিস
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাঁটা পিছু ছাড়ছে না কলকাতা পুলিসের! আমজনতাকে ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এবার রীতিমতো ট্রোলিংয়ের মুখে পড়তে হল লালবাজারকে। ভাইফোঁটা উপলক্ষ্যে ফেসবুকে কলকাতা পুলিসের অফিসিয়াল পেজে লালবাজারের শুভেচ্ছার প্রত্যুত্তরে কেউ কেউ ক্ষোভ উগরে দিয়েছেন। আবার অনেকেই কলকাতা পুলিসকে নিয়ে রসিকতা করতে ছাড়েননি। 
উল্লেখ্য, ৯ আগস্ট আর জি কর হাসপাতালে ডিউটি করতে গিয়ে ধর্ষণ ও খুন হন মহিলা পিজিটি ডাক্তার। ফেসবুকে দেখা যাচ্ছে, কলকাতা পুলিসের শুভেচ্ছার জবাবে জনৈক সাগর ভট্টাচার্য ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘আগে পশ্চিমবাংলার সমস্ত দিদি-বোনদের সুরক্ষা সুনিশ্চিত করুন। তারপর ভাইফোঁটা পালন করুন।’ আবার কৌস্তুভ ত্রিপাঠী নামে এক ব্যক্তি লিখেছেন,  ‘বোনেদের রক্ষা করুন। তবেই ফোঁটা পাবেন।’  প্রায় একই সুরে দেবলীনা রায় লিখেছেন, ‘বোনেদের  রক্ষা করুন।’
তবে রসিকতা করে আমজনতার করা কিছু মন্তব্য কলকাতা পুলিসের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রতিবাদ পর্বে জুনিয়ার ডাক্তাররা লালবাজারে গিয়ে তৎকালীন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েলকে মেরুদণ্ড উপহার দিয়েছিলেন। কার্যত সেই স্মৃতিকে উস্কে দিয়ে  দেবলীনা সরকার দ্ব্যর্থবোধক শব্দে লিখেছেন,‘আপনারা বোন’লেস।’ আবার যতীন নামে একটি প্রোফাইল থেকে মন্তব্য করা হয়েছে,  ‘বোনলেস মানুষ আপনারা।’ 
স্বভাবতই বিষয়টি লালবাজারের সোশ্যাল মিডিয়া সেলের নজর এড়ায়নি। এনিয়ে প্রতিক্রিয়া জানতে কলকাতা পুলিসের সঙ্গে যোগাযোগ করা হলে, নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন,‘ বিষয়টি আমাদের সোশ্যাল মিডিয়া সেলে নজর এড়ায়নি। সব মন্তব্য খতিয়ে দেখে যথা সময়ে এনিয়ে পদক্ষেপ 
করা হবে।’
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা