কলকাতা

গঙ্গা রক্ষায় কেন্দ্রের ভূমিকা নিয়ে ক্ষোভ মেয়র ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গা উৎসবে যোগ দিয়ে নদীর দূষণ রোধে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ‘আদিগঙ্গা পরিষ্কার, আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে কলকাতা পুরসভা প্রত্যেক বছরের মতো এবারও গঙ্গা উৎসব পালন করেছে। সেই সূত্রে সোমবার লঞ্চে চেপে গঙ্গার পাড় পরিদর্শন করেন মেয়র। তাঁর সঙ্গে ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, তারক সিংহ, সন্দীপন সাহা, অসীম বসু সহ অন্যান্যরা। সেখানেই গঙ্গাকে রক্ষার প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফিরহাদ। 
তিনি বলেন, ‘কিছু নাগরিক গঙ্গাকে ভ্যাট ভাবেন। ইচ্ছে খুশি জঞ্জাল ফেলেন নদীতে। গঙ্গাকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের এগিয়ে আসা উচিত। কিন্তু তারা কোনওরকম সাহায্য করছে না। কিছু কিছু সংগঠন গঙ্গা দূষণ নিয়ে কাজ করছে। কলকাতাবাসীর জন্য গঙ্গা থেকেই জল দিতে হয়। তবে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা গঙ্গা দূষণ নিয়ে সচেতন নয়।’ তাঁর আরও দাবি, সুয়্যারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) তৈরি করে গঙ্গাকে পরিষ্কার করতে হবে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে।
 পাশাপাশি, গঙ্গাপাড়ে আরও সুবজায়নের উদ্দেশে তাঁর পরিকল্পনা জানিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, ‘গঙ্গার পাড় সবুজে মুড়ে ফেলার পরিকল্পনা রয়েছে। নদী থেকে শহরের দৃশ্যও আরও মনোরম হবে। বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, গঙ্গার পাড়ে যেখানে যেখানে জায়গা মিলবে, সেখানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হোক।’ পুরসভা সূত্রে খবর, পাড়ের ভাঙন রোধ করতে পারে, এমন গাছগুলিই লাগানো হবে। এদিন পুর কমিশনার ধবল জৈনকে সঙ্গে নিয়ে গঙ্গাপাড়ের কোন কোন জায়গায় ভাঙনের পরিস্থিতি তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখেন মেয়র।
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা