রাজ্য

বিনামূল্যে রেশন দিতে রাজ্যের ব্যয় কত? শুরু হল স্লিপ দিয়ে জানানো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন গ্রাহকের পুরো পরিবারের মাসিক বরাদ্দের চাল-গমের জন্য সরকার মোট কত টাকা ভর্তুকি দিচ্ছে তা নভেম্বর মাস থেকে ই-পস যন্ত্র থেকে বেরনো স্লিপে উল্লেখ থাকছে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পভুক্ত গ্রাহকদের চাল-গমের জন্য ভর্তুকি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের জন্য রাজ্য সরকার যে ভর্তুকি দিচ্ছে, সেটাও উল্লেখ করে দেওয়া হচ্ছে স্লিপে। তবে রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের ক্ষেত্রে ‘খাদ্য সাথী’ নাম ও লোগো স্লিপের উপরে  থাকছে। জাতীয় প্রকল্পের গ্রাহকদের ক্ষেত্রে খাদ্য সাথীর নাম বা লোগো দেওয়া হচেছ না। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নামটি শুধু লেখা থাকছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের নির্দেশে রেশন গ্রাহকের স্লিপে সরকারি খরচ উল্লেখের ব্যবস্থা চালু হল। 
রেশন গ্রাহকদের প্রতি কেজি চালের জন্য সরকারের খরচ ৩৭ টাকা ৪৬ পয়সা ধরা হয়েছে। গমের প্রতি কেজির খরচ ধরা হয়েছে ২৭ টাকা ৮ পয়সা। এর ভিত্তিতে একটি পরিবারের সব রেশন গ্রাহকের জন্য মাসে  চাল-গম দিতে সরকারের মোট কত টাকা খরচ হচ্ছে, তা উল্লেখ করা থাকবে। যেমন, জাতীয় প্রকল্পভুক্ত কোনও পরিবারে মোট তিনজনের রেশন কার্ড থাকলে ৯ কেজি চাল ও ৬ কেজি গম দেওয়া হয় (মোট ১৫ কেজি)। সেক্ষেত্রে মোট সরকারি ভর্তুকির অঙ্ক দেখানো হয়েছে, ৪৯৯ টাকা ৬৮ পয়সা। অন্যদিকে, রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের এখন শুধু চাল দেওয়া হয়। ১ নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের তিনজন সদস্যের একটি পরিবার ১৫ কেজি চাল পেয়েছে। ওই পরিবারের জন্য সরকারের মোট ভর্তুকির অঙ্ক দেখানো হয়েছে ৫৬১ টাকা ৮০ পয়সা। রেশন সরবরাহ ব্যবস্থায় যুক্ত ব্যক্তিরা জানান, গ্রাহকদের একাংশ বরাদ্দ চাল-গম খোলাবাজারে বেচে দেন! সেসব বেচে কত টাকা মিলবে, তা নিয়ে রীতিমতো দর কষাকষি চলে। এখন স্লিপে দামের উল্লেখ থাকায় দর কষাকষিতে সুবিধা পাবেন ওইসব গ্রাহক। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা