কলকাতা

জেলায় জেলায় কুয়াশার চাদর, কলকাতাতেও নামছে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজো, ভাইফোঁটা মিটতেই রাজ্যে হেমন্তের পরশ ভালোই মালুম হচ্ছে। রাজ্যের জেলায় জেলায় গত কয়েকদিন ধরেই ভোরে দেখা যাচ্ছে কুয়াশার আস্তরণ। পাশাপাশি শহর কলকাতাতেও হু হু করে নামছে তাপমাত্রার পারদ। দিনকয়েক আগেও বহু বাড়িতে এসি চলেছে। কিন্তু গত এক সপ্তাহে আবহাওয়ার ছবিতে কিছুটা বদল এসেছে। এসি চালানোর মতো গরম ভ্যানিশ। পরবর্তীতে বাজতে শুরু করেছে শীতের আগমনি ঘণ্টা।
আজ, সোমবার শহর কলকাতার আকাশ কার্যত মেঘমুক্ত থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।  দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে চলেছে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল যথাক্রমে ৩১.২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে কোনও বৃষ্টিপাত হয়নি। আজ, সোমবারও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বললে জানাচ্ছে হাওয়া অফিস।
অন্যদিকে, এদিন জেলায় জেলায় সকালে কুয়াশার আচ্ছাদন ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া তো বটেই, এমনকী হাওড়া জেলার প্রত্যন্ত এলাকাগুলোতেও কুয়াশার প্রকোপ দেখা গিয়েছে। সকালের দিকে হিমেল হাওয়া টের পাওয়া গিয়েছে কলকাতাতেও। ফলে সব মিলিয়ে শীত আসার প্রস্তুতি যে শুর হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা