খেলা

ঋষভের জন্য ঝাঁপাতে পারে কেকেআর, চেন্নাই

মুম্বই: ঋষভ পন্থকে দিল্লি ক্যাপিটালসের রিটেইন না করা রীতিমতো বড় চমক। আর তাতেই আলাদা মাত্রা পেয়েছে আইপিএলের আসন্ন মেগা নিলাম। তারকা উইকেটরক্ষককে পাওয়ার জন্য যে ঝড় উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, ইতিমধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি পন্থকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তাদের মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স। গতবারের আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে ছেড়ে দিয়েছে তারা। কেকেআর রিটেইন করেছে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রামনদীপ সিংকে। কিন্তু তাঁরা কেউই নেতৃত্বের দাবিদার নন। তাই শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ঋষভের হাতেই ব্যাটন তুলে দিতে চায়। যদিও কাজটা সহজ হবে না। কারণ, নিলামে ঋষভকে ছিনিয়ে নেওয়ার ছক কষছে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। দিল্লির রাইট টু ম্যাচের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরির খোঁজে রয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের পছন্দের তালিকায়ও ঋষভ অটোমেটিক চয়েস। ভয়াবহ দুর্ঘটনার পর যেভাবে ক্রিকেটে তাঁর কামব্যাক ঘটেছে, সেটা কম অনুপ্রেরণার নয়। আর ঋষভের ব্যাটিং নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। বিধ্বংসী মেজাজে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। সবমিলিয়ে ঋষভ যে কোনও দলের সম্পদ হতে পারেন। তাই তাঁর জন্য ঝাঁপাতে পারে পাঞ্জাব কিংসও। প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি মাত্র দু’জন ক্রিকেটারকে রিটেইন করেছে। তাদের হাতেও রয়েছে সবচেয়ে বেশি ১১০.৫ কোটি টাকা। তবে পাঞ্জাবকে পুরো টিম কম্বিনেশন তৈরির ব্যাপারেও ভাবতে হবে। 
এদিকে, ১৮ কোটির বিনিময়ে যশপ্রীত বুমরাহকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির এমন আস্থায় আপ্লুত তারকা ভারতীয় পেসার। তাঁর মন্তব্য, ‘এই ফ্র্যাঞ্চাইজি আমায় অনেক কিছু দিয়েছে। মাত্র ১৯ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলাম। এখন আমার বয়স ৩১। সম্প্রতি আমি বাবাও হয়েছি। মনে হচ্ছে, বৃত্ত পূর্ণ হল।’ উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় লাসিথ মালিঙ্গার পরই রয়েছেন বুমরাহ। ১৩৩ ম্যাচে তাঁর সংগ্রহ ১৬৫ উইকেট। তাঁর সংযোজন, ‘মুম্বইয়ে অনেক কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছি। সর্বদাই তাদের থেকে শেখার চেষ্টা করেছি। সেই অভিজ্ঞতা দিয়ে এখন আমি জুনিয়রদের গাইড করার চেষ্টা করি।’
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা