খেলা

ব্রুজোঁ সঠিক দিশায় নিয়ে যাচ্ছেন দলকে

দেবজিৎ ঘোষ: শেষ বাঁশি বাজতেই উসেইন বোল্টের মতো স্প্রিন্ট টেনে কোচের কোলে ঝাঁফিয়ে পড়ল প্রভসুখন গিল। কিছুটা দূরে জাতীয় পতাকা নিয়ে সেলিব্রেশনে মেতেছে শৌভিকরা। ভুটানের পাহাড়ে ইস্ট বেঙ্গলের কামব্যাক দেখতে দেখতে আশিয়ান কাপের কথা মনে পড়ছিল। জাকার্তায় ঐতিহাসিক ফাইনালের পর এভাবেই আনন্দে মেতেছিল আলভিটো, টুলুঙ্গারা। প্রজন্ম, জমানা অনেকটাই পাল্টে গেলেও পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গল আজও ভয়ঙ্কর। আন্তর্জাতিক ক্ষেত্রে মশালের গনগনে আলোয় আরও একবার গর্বিত ভারতীয় ফুটবল। দীপাবলির সন্ধ্যায় লাল-হলুদ সমর্থকদের হাতে উৎসবের রংমশাল। ঝিমিয়ে থাকা বডি ল্যাঙ্গুয়েজ রাতারাতি চাঙ্গা।
ভুটানে যাওয়ার আগে অতি বড় লাল-হলুদ সমর্থকও সাফল্য নিয়ে আশাবাদী ছিলেন না। আইএসএলে টানা হাফ-ডজন হার। এফসি আর ডুরান্ড কাপ মেলালে সংখ্যাটা আট। এমন পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত ফুটবলারদের জয়ের সরণিতে ফেরানো খুবই কঠিন কাজ। কিন্তু অত্যন্ত কম সময়ে তা করে দেখিয়েছেন অস্কার ব্রুজোঁ। স্প্যানিশ কোচকে অভিনন্দন জানাতেই হয়। গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোস ফর্মে ফিরতেই ঝাঁঝ বেড়েছে আক্রমণে। সবচেয়ে বড় প্রাপ্তি ফুটবলারদের তাগিদ, যা এতদিন অদৃশ্য ছিল। তবে ব্রুজোঁর আসল পরীক্ষা আইএসএলে। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রত্যাশার চাপ নিয়ে মাঠে নামবে হিজাজিরা। ব্যক্তিগত মত, এএফসি চ্যালেঞ্জ কাপের প্রত্যাবর্তন চলতি মরশুমে টার্নিং পয়েন্ট হতে পারে। এখনও সব শেষ হয়ে যায়নি। নতুন করে শুরু করুক ইস্ট বেঙ্গল। আইএসএলে আরও ১৮টি ম্যাচ বাকি রয়েছে। জেতার অভ্যাস তৈরি হয়ে গেলে প্রত্যাবর্তন অসম্ভব নয়।
সাফল্য পাওয়া কঠিন। ধারাবাহিকতা বজায় রাখা আরও শক্ত। অভিজ্ঞ কোচ নিশ্চয়ই সেদিকে নজর দেবেন। রাতারাতি ম্যাজিক দেখানো সম্ভব নয়। তবে ব্রুজোঁর আন্তরিকতায় খামতি নেই। দলের ফিটনেস গ্রাফ আগের চেয়ে অনেকটাই ভালো। এতেই প্রমাণিত যে, অস্কার সঠিক দিশায় এগচ্ছেন। কিছু ফাইন টিউনিং দরকার। রক্ষণ এখনও পোক্ত নয়। দুই বিদেশি ডিফেন্ডার বেশ শ্লথ। ভালো শুরু করেও মাঝেমধ্যে ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছে গোটা দল। সহজে বলের দখল হারানোও কাজের কথা নয়। এইসব বিষয়গুলি নিশ্চয়ই ল্যাপটপে তুলে রেখেছেন স্প্যানিশ হেডস্যার। পাশাপাশি জানুয়ারিতে ফিফার ট্রান্সফার উইন্ডো খুলে যাবে। ঝাড়াইবাছাই করে ভালো মানের বিদেশি ফুটবলার নিতে পারলে আরও জমাট দেখাবে ইস্ট বেঙ্গলকে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা