খেলা

টিম স্পিরিটই সবচেয়ে বড় প্রাপ্তি ইস্ট বেঙ্গলের

আলভিটো ডি’কুনহা, কলকাতা: ‘গো...ও...ও...ল...।’ নেজমা এফসি’র বিরুদ্ধে পেনাল্টি থেকে দিয়ামানতাকোস জাল কাঁপাতেই আনন্দে এভাবে চিৎকার করে উঠেছিলাম। ইস্ট বেঙ্গল আমার জীবন। প্রিয় ক্লাবের সাফল্যে লক্ষ লক্ষ সমর্থকের মতো আপনাদের ‘আলভি’ও দারুণ খুশি। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁকে অভিনন্দন। বড় নড়বড়ে পরিস্থিতিতে দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। আইএসএলে হাফ ডজন হারের ধাক্কায় মানসিকভাবে বিপর্যস্ত ফুটবলাররা। এএফসি চ্যালেঞ্জ লিগে এই দল যে গ্রুপ লিগের গেরো টপকাবে, তা চরম আশাবাদীরাও ভাবতে পারেননি। কঠিন পরীক্ষায় লেটার মার্কসই পেলেন অস্কার। টানা হারতে থাকা দলটা এএফসির গ্রুপ পর্বে অপরাজিত। শুধু তাই নয়, টানা দুই ম্যাচ জিতে প্লেয়ারদের আত্মবিশ্বাসও তুঙ্গে। আমার ধারণা, একটু সময় পেলে দলকে আরও গুছিয়ে নিতে পারবেন নবাগত কোচ। প্রয়াত সুভাষ ভৌমিক বারবার বলতেন, ‘কখনও ভেঙে পড়বে না’। ব্রুজোঁর দলও সেই মানসিকতা দেখিয়েছে। তার প্রমাণ এএফসি’র সাফল্য।
আইএসএলে ইস্ট বেঙ্গলের পরের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। সুপার সিক্সের আশা জিইয়ে রাখতে হলে শৌভিকদের জিততেই হবে। এএফসি’র মঞ্চ থেকে কুড়িয়ে নেওয়া আত্মবিশ্বাসের সদ্ব্যবহার করুক দিয়ামানতাকোসরা। থিম্পুর পাহাড়ে ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় প্রাপ্তি ঠিক কী? আমার উত্তর হল, টিম স্পিরিট। একটা উদাহরণ দেওয়া যাক। নেজমার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে পেনাল্টি আদায় করে নেয় তালাল। ফরাসি ফুটবলার নিজেও ডেডবল বিশেষজ্ঞ। অথচ  দিয়ামানতাকোসের হাতে বল তুলে দেয় ও। এতে বাড়তি উৎসাহিত হয় ছন্দে থাকা ফুটবলার। অনায়াস ভঙ্গিতে বল জালে জড়ায় গ্রিক স্ট্রাইকার। আবার বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে শৌভিকের গোলের মুহূর্তটা মনে করুন। সতীর্থদের ভালোবাসার অত্যাচারে বেচারার অতিষ্ঠ হওয়ার জোগাড়। কাঁধেকাঁধ মেলানো এই লড়াইটাই এতদিন উধাও ছিল। সেই মহামূল্যবান রসদ আমদানি করা অস্কারের বড় কৃতিত্ব। দলের মধ্যে জেদ ও তাগিদ কিছুটা হলেও ফিরিয়ে এনেছেন তিনি। টিম গেম দিয়ে বহু প্রতিকূলতা উপড়ে ফেলা যায়। তালাল, গিলরাও নিশ্চয়ই ফিরে তাকাতে চাইবে না। আইএসএলে এবার পয়েন্টের খাতা খোলা দরকার। মোহন বাগান, বেঙ্গালুরু, কেরল ব্লাস্টার্স ঘরে বাইরে সমান দাপট দেখাচ্ছে। তাই প্রতিটা ম্যাচ নক-আউট ভেবে মাঠে নামুক ইস্ট বেঙ্গল। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা