খেলা

নতুন বছরে উজাড় করে দিতে মরিয়া আলবার্তো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর শেষের সন্ধ্যা। ফেস্টিভ মুডে কলকাতা। উৎসবের আমেজ মোহন বাগান অনুশীলনেও। ঢাউস কেক নিয়ে যুবভারতীতে হাজির একঝাঁক সমর্থক। আলবার্তো রডরিগেজর জন্মদিন।   অনুশীলন শেষে সেই কেক কেটেই চললো সেলিব্রেশন। বৃহস্পতিবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামবে মোহন বাগান।  তিন পয়েন্ট ছিনিয়ে নিতে মরিয়া শুভাশিস বসুরা। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষ হোসে মোলিনা ব্রিগেড। রয়েছে এক নম্বরে। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির থেকে দু’পয়েন্ট এগিয়ে পালতোলা নৌকা। এবার শুরুত্বপূর্ণ ল্যাপ শুরু হচ্ছে। শীর্ষস্থান মজবুত রাখতে হলে ঘরের মাঠে পুরো পয়েন্ট নিতেই হবে মোহন বাগানকে। তাই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হায়দরাবাদের বিরুদ্ধেও প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না স্প্যানিশ কোচ। 
চোটের কারণে দিমিত্রি পেত্রাতোস ও আশিক কুরুনিয়ানকে এই ম্যাচে পাচ্ছেন না মোলিনা। কার্ড সমস্যায় নেই আপুইয়া। ফিট হয়ে মাঠে ফিরেছেন গ্রেগ স্টুয়ার্ট। তবে হায়দরাবাদ ম্যাচে বেঞ্চে থাকলেও তাঁকে মাঠে নামানো নিয়ে এখনও চূড়ান্ত  সিদ্ধান্ত নেয়নি থিঙ্কট্যাঙ্ক। জানুয়ারিতে আরও চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে মোহন বাগানকে। তার মধ্যে ডার্বির তারিখ বা ভেন্যু চূড়ান্ত নয়। এছাড়া বাকি তিন প্রতিপক্ষ যথাক্রমে জামশেদপুর, চেন্নাইয়ন ও বেঙ্গালুরু এফসি।  তাই দলের ব্যান্ডমাস্টার স্টুয়ার্টকে ফিট রাখতে চাইছে ম্যানেজমেন্ট।  পাঞ্জাব এফসি ম্যাচের প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আপুইয়ার জায়গায় দীপক টাংরি ও অভিষেক সূর্যবংশিকে তৈরি রাখছেন স্প্যানিশ কোচ। মোহন বাগানের আসল শক্তি উইং-প্লে। হায়দরাবাদ ম্যাচেও সেই অস্ত্রেই বাজি মাত করতে মরিয়া মোলিনা।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা