খেলা

প্রথম এগারো নিয়ে চর্চা তুঙ্গে

সিডনি: নতুন বছর কি আনবে আশা? কেটে যাবে বর্ষশেষে সঙ্গী হওয়া হতাশা ও বিষাদ? মেলবোর্ন টেস্টে পরাজয়ের যন্ত্রণা নিয়ে সিডনিতে পৌঁছনো ভারতীয় শিবির তেমনই চাইছে। রোহিত শর্মার দল পৌঁছনোর কয়েক ঘণ্টা পরই বর্ষবরণের উৎসবে মেতে উঠল শহর। বাজি ফাটিয়ে চলল উল্লাস। টিম ইন্ডিয়ার বাতাবরণে যদিও বিশেষ উচ্ছ্বাস নেই। তার মধ্যেও বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মাকে দেখা গেল সিডনি অপেরা হাউসের দিকে যেতে। সেখানেই নতুন বর্ষকে স্বাগত করে নেওয়া হয় প্রতি বছর। ঋষভ পন্থ, শুভমান গিলও যোগ দিলেন বর্ষবরণের আমেজে।
প্রকাশ্যে টিম ইন্ডিয়া যতই চনমনে থাকার চেষ্টা করুক না কেন, অন্দরমহলে রয়েছে টেনশনের চোরাস্রোত। বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-২ পিছিয়ে পড়ে রীতিমতো চাপে গৌতম গম্ভীরের ছাত্ররা। তার উপর অধিনায়ক রোহিত ও কোহলির অবসর নিয়ে জল্পনা মাত্রা ছাড়িয়েছে। নেটদুনিয়ায় চলছে ব্যঙ্গ-বিদ্রুপও। শুক্রবার শুরু হওয়া পঞ্চম টেস্ট জিতলে অবশ্য সবকিছুরই জবাব দেওয়া যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনাও জিইয়ে থাকবে তখন। কিন্তু তা না হলে, টানা দশ বছর দখলে থাকা ট্রফি খোয়ালে ভারতীয় ক্রিকেটে বড়সড় পরিবর্তন অবশ্যম্ভাবী। 
এটা পরিষ্কার যে পাঁচ ইনিংসে মাত্র ৬.২ গড়ে ৩১ রান করা হিটম্যান হয়তো কেরিয়ারের শেষ টেস্ট সিডনিতেই খেলবেন। কিন্তু তিনি কি নিজে সরে গিয়ে শুভমান গিলের জন্য প্রথম এগারোয় জায়গা তৈরি করে দেবেন। যা আভাস মিলছে তাতে রোহিত খেলবেন সিডনিতে। সেক্ষেত্রে গিলকে দলে ফেরাতে গেলে একজন বোলারকে বসাতে হয়। অর্থাৎ, ওয়াশিংটন সুন্দর বা কোনও একজন পেসারের মাথায় ঝুলছে খাঁড়া। সুন্দর অবশ্য মেলবোর্নে অর্ধশতরান করেছেন। তাছাড়া সিডনিতে সাধারণত স্পিনাররা সুবিধা পান। ফলে দুই স্পিনারেই খেলবে ভারত। রবীন্দ্র জাদেজার সঙ্গে তাই সুন্দরকেই দেখার সম্ভাবনা। এক্ষেত্রে গিলকে খেলাতে গেলে মহম্মদ সিরাজ বা আকাশ দীপের মধ্যে কোনও একজন পেসারকে বসাতে হবে। কিন্তু সেক্ষেত্রে যশপ্রীত বুমরাহর ওয়ার্কলোডের কথাও মাথায় রাখতে হচ্ছে। টিম কম্বিনেশন নিয়ে তাই চর্চা বাড়ছে। 
এদিকে, সিডনি টেস্টের আগে হাতে সময় বিশেষ নেই। অনুশীলনের জন্য রয়েছে মাত্র বুধ ও বৃহস্পতিবার। অবশ্য ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের দিকটাও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা