খেলা

১২টি গোল করে মহম্মদ হাবিবকে টপকালেন রবি হাঁসদা, কেরলকে হারিয়ে ভারত সেরা বাংলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাচের শেষ বাঁশি বাজতেই দু’হাত শূন্যে ছুড়লেন সঞ্জয় সেন। দু’চোখে জল, মাঠেই তখন মাটিতে লুটিয়ে রবি হাঁসদা। একে অপরকে জড়িয়ে আনন্দে আত্মহারা অন্যরা। কী করবেন যেন ভেবেই পাচ্ছেন না তাঁরা! বর্ষশেষের রাতে বঙ্গ ফুটবলে সূর্যোদয়ের মুহূর্তে দেখা গেল এমনই সব ফ্রেম। ঘটল আট বছরের অপেক্ষার অবসান। ফের ভারত সেরা হল বাংলা। মঙ্গলবার হায়দরাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিলেন কোচ সঞ্জয়। দক্ষিণ দলটিকে ১-০ গোলে হারিয়ে ৩৩তম খেতাব ঘরে তুলল বঙ্গ ব্রিগেড। টানটান উত্তেজনার মধ্যে ম্যাচের সংযোজিত সময়ে দুরন্ত গোলে জয়ের নায়ক রবি হাঁসদা। টুর্নামেন্টে ১২টি লক্ষ্যভেদে বাংলার হয়ে সর্বাধিক গোলের নজির গড়লেন এই তরুণ স্ট্রাইকার। রবি পিছনে ফেললেন মহম্মদ হাবিবকে। বাংলার এই সাফল্যের যাবতীয় কৃতিত্ব ফুটবলারদের দিলেন কোচ। সঞ্জয় সেন বললেন, ‘চ্যাম্পিয়ন না হলে এই লড়াইয়ের কোনও মূল্য থাকত না। শেষ মিনিট পর্যন্ত ছেলেরা লড়াই করেছে। এই সাফল্য বাংলা ফুটবলকে অবশ্যই নতুন দিশা দেখাবে।’  আইএফএ সচিব অনর্বাণ দত্তের মন্তব্য, ‘বাংলার ফুটবল সঠিক পথেই এগচ্ছে।’
সেমি-ফাইনালে সার্ভিসেসের বিরুদ্ধে হাল্কা চোট পেয়েছিলেন নরহরি শ্রেষ্ঠা। তাই ফাইনালে ফর্মেশনে বদল আনেন কোচ। মাঝমাঠের দখল নিতে ৪-২-৩-১ ছকে দল সাজান তিনি। আপফ্রন্টে সিঙ্গল স্ট্রাইকারে ছিলেন রবি হাঁসদা। প্রথমার্ধে দু’দলই ঝুঁকিহীন ফুটবল খেলে। তার মধ্যেও বাংলার প্রাধান্য ছিল বেশি। ২৩ মিনিটে বক্সের বাইরে থেকে রবির উদ্দেশ্যহীন শট 
কোনও বিপদ ঘটাতে পারেনি। দ্বিতীয়ার্ধেও খেলায় খুব একটা পার্থক্য ঘটেনি। বাংলাকে টাই-ব্রেকারে হারিয়ে এসেছিল কেরলের শেষ দু’টি সাফল্য। এবারও সেটাই ছিল লক্ষ্য। সঞ্জয় সেন সেটা বুঝেই ৭৭ মিনিটে ইসরাফিলকে মাঠে নামান। ৮৩ মিনিটে চাকু মান্ডির শট গোললাইন সেভ করেন এক কেরল ডিফেন্ডার। তবে শেষ ১০ মিনিট বাংলার ক্রমাগত আক্রমণে রীতিমতো দিশাহারা দেখায় কেরলকে। অবশেষে সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে প্রতিপক্ষ বক্সে আদিত্য থাপার হেড থেকে কেরল ডিফেন্ডারকে টপকে আলতো টোকায় বল জালে জড়ান রবি হাঁসদা (১-০)।
এদিকে, ফেডারেশনের পক্ষ থেকে ডিডি স্পোর্টস চ্যানেলে ফাইনাল সম্প্রচারের কথা ঘোষণা করা হলেও টিভিতে তা দেখানো হয়নি। অগত্যা ইউটিউবে চোখ রাখেন ফুটবল অনুরাগীরা। তবে সেখানেও মাঝেমাঝেই সমস্যা হতে থাকে। ফেডারেশন অবশ্য শুরু থেকে দায়সারাভাবেই টুর্নামেন্টটা করতে চেয়েছিল। মাঠে দর্শকও ছিল হাতে গোনা। এভাবে চলতে থাকলে, আগামী দিনে ঐতিহ্যশালী সন্তোষ ট্রফির জায়গা হবে হিমঘরে। আর ফেডারশেন কর্তারা মত্ত থাকবেন শুধুই গদি বাঁচানোর খেলায়।
বাংলা: সৌরভ, রবিলাল, জুয়েল, অয়ন (মদন), বিক্রম, আদিত্য, চাকু, মনোতোষ, সুপ্রদীপ, আবু সুফিয়ান (ইসরাফিল) ও রবি। 
বাংলা- ১                     :               কেরল- ০
(রবি হাঁসদা)
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা