খেলা

রোহিতদের হুঁশিয়ারি গম্ভীরের

সিডনি: একটা ম্যাচের ফলের উপর কত কিছুই না নির্ভর করছে। সেই কারণেই সিডনি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার কাছে। দলের দুই মহাতরাকা বিরাট কোহলি, রোহিত শর্মার কেরিয়ারের জন্যও সমান তাৎপর্যের। চলতি সফরে তাঁরা হতাশ করেছেন। বিরাট তাও একটা ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রোহিত তো দুই অঙ্কের রানেই পৌঁছতে পারছেন না। মেলবোর্নে ভারতের ব্যাটিং বিপর্যয় এবং অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ে ছাই চাপা আগুন যেন স্ফুলিঙ্গের আকার নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার কোহলি, রোহিত। চাপের মুখে ঋষভ পন্থের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংও প্রশ্নের মুখে। সব মিলিয়ে ভারতীয় শিবিরে চাপা উত্তেজনা স্রোত। উত্তাপ টের পাচ্ছেন কোচ গম্ভীরও। তিনি দায়িত্ব নেওয়ার পর সাফল্যের থেকে ব্যর্থতাই বেশি। তাই সিডনিতে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে মাঠে নামার আগে ছেলেদের মতো শাসিয়ে রাখলেন তিনি। সূত্রের খবর, ম্যাচ শেষে এমসিজি’র ড্রেসিং রুমে টিম মিটিংয়ের সময় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন ভারতের কোচ। তিনি নাকি বলেছেন, ‘অনেক হয়েছে, আর সহ্য করা হবে না।’
নির্দিষ্ট করে কোনও ক্রিকেটারকে একথা না বললেও গম্ভীরের বার্তা স্পষ্ট, ভুল শুধরে সিডনিতে ঘুরে দাঁড়াতে না পারলে অনেকের ঘাড়েই কোপ পড়বে। সেই তালিকাটা বেশ দীর্ঘ হতে পারে। রোহিতের সঙ্গে জাদেজা, কোহলিরও টেস্ট ক্রিকেটে অবসরের নীল নকশা তৈরির কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই। আকাশ দীপের মতো মধ্যমানের পেসারদের দরজাও বন্ধ হতে পারে। 
প্রথম টেস্টে দুর্দান্ত জয়। তারপর ক্রমাগত অধঃপতন। তার কারণ খোঁজার কাজ চলছে। তবে এটা নির্দ্বিধায় বলা যায় যে, তারকা ব্যাটসম্যানরাই দলকে ডুবিয়েছেন। আবার বোলিংয়ে বুমরাহকে ন্যুনতম সাহায্য করার মতো কেউ নেই। এই পরিস্থিতিতে সিডনি টেস্ট জিতে সিরিজ ড্র করতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপাতে হবে টিম ইন্ডিয়াকে।
ক্রিকেটারদের সতর্ক করলেও চাপ কাটিয়ে ওঠার সময় দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বর্ষবরণের রাতে সিডনির রাজপথে স্ত্রী অনুষ্কার হাত ধরে কোহলির ঘুরে বেড়ানোর ছবি সামনে এসেছে। সঙ্গী হয়েছিলেন আর এক ক্রিকেটার। বুধবার ভারতীয় ক্রিকেটাররা গিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। টিম হোটেল থেকে বেরনোর সময় কোহলিকে ঘিরে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনি অটোগ্রাফও দেন। তবে ক্যাপ্টেন রোহিত ও কোচ গম্ভীর ব্যাজার মুখে পাশ কাটিয়ে টিম বাসে উঠে পড়েন।
নতুন বছরের প্রথম দিনে ব্যাট-বল থেকে দূরেই ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ৩ জানুয়ারি সিডনি টেস্ট শুরু। তার আগে ২ তারিখ ভারতীয় দল পুরোদমে অনুশীলন করবে বলে খবর। শোনা যাচ্ছে, শুভমান গিলকে প্রথম একাদশে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে কাকে বাদ দেওয়া হবে, তা লাখ টাকার প্রশ্ন। রোহিতকে ফের মিডল অর্ডারে ঠেলে দেওয়া হয় কিনা, সেটাও দেখার।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা