দক্ষিণবঙ্গ

মেলায় দেদার মদ বিক্রি, নির্বিকার প্রশাসন বন্ধ করতে অভিযানে প্রমীলা বাহিনী, ভাঙচুর 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: কাড়া লড়াই উপলক্ষ্যে বসেছিল মেলা। মেলায় বিক্রি হচ্ছিল দেশি মদ, মাংস। সোমবার সেই মদের আসরে লাঠি সোঁটা নিয়ে হামলা চালাল মহিলারা। মহিলাদের তেড়ে আসতে দেখে কোনওরকমে নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছে মদের কারবারিরা। কিন্তু, মদের বোতল আর নিয়ে পালাতে পারেনি। সেই মদ নষ্ট করল মহিলারাই। পুরুলিয়ার গাড়াফুসড় এলাকায় মহিলাদের এই অতি সক্রিয়তাকে কুর্নিশ জানাচ্ছেন জেলার বাসিন্দারা। 
প্রশাসন নিষিদ্ধ করলেও আজও পুরুলিয়ায় রমরমিয়ে চলে মানভূম সংস্কৃতির অন্যতম প্রধান অঙ্গ ‘কাড়া লড়াই।’ একদিকে কাড়া লড়াই বন্ধ করতে প্রশাসনের চেষ্টা, অন্যদিকে এই সংস্কৃতিকে যাতে কোনওভাবেই বন্ধ না করা যায় তার জন্য ভূমিপুত্রদের লড়াই-এই দুইয়ের প্রবল দ্বন্দ্বে জয় হয় সংস্কৃতিরই। সোমবার বুড়ি বাদনা উপলক্ষ্যে পুরুলিয়ার গাড়াফুসড়ের গঠরটাঁড় মাঠে কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষ্যে বসেছিল মেলা। মেলায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছিল মদ। সেখানে যে মদ বিক্রি হবে, তা জানত এলাকার মহিলারা। সেইমতো এদিন মেলা শুরু হতেই তারা মদের ভাটিতে গিয়ে হামলা চালায়। বহু মদ নষ্ট করে দেওয়া হয়। ওই অঞ্চলের চিড়কাতেও এদিন বিকেলে অভিযান চালিয়ে মদ নষ্ট করে মহিলারা। 
অভিযোগ, গাড়াফুসড় অঞ্চলের গাড়াফুসড়, পটমফুটরা, কাটাবেড়া, চিড়কা সহ একাধিক গ্রামে রমরমিয়ে চোলাই মদ বিক্রি হয়। অঞ্চলের মহিলা সমিতির সদস্য সুমিতা মাহাত, অষ্টমী মাহাত, জ্যোত্স্না মাহাতদের অভিযোগ, চোলাই এলাকার শান্তি কেড়ে নিচ্ছে। সারাদিন চোলাইয়ের ভাটিতেই পড়ে থাকে এলাকায় বহু পুরুষ। চোলাইয়ের নেশায় সারাদিন বুঁদ হয়ে রাতে বাড়িতে এসে শুরু হয় মহিলাদের উপর অত্যাচার। পাশে ছোট ছেলেমেয়ে থাকলেও বিশেষ রেয়াত করে না। অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে স্বামীর হাতে লাথি ঝাঁটা খাওয়া গৃহবধূদের রোজকারের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মদের নেশায় বাসিন্দারা নিজেদের মধ্যেও ঝামেলা, মারপিটে জড়িয়ে পড়ছে। সেই সঙ্গে গ্রামে বসে জুয়ার আসরও। সারাদিনের আয় মদ আর জুয়ার পিছনেই উড়ে যাচ্ছে। 
মদের বিরুদ্ধে অভিযান চালাতে গ্রামের মহিলারা মিলে ১০জন করে সদস্যের মোট ১০টি দল তৈরি করেছেন। তাঁরা মদ বন্ধ করতে বহু মিছিল, অভিযানও চালিয়েছেন। তাতেও কিছুটা হুঁশও ফিরছে। সতর্ক হচ্ছে কারবারিরা। তবুও মদ বিক্রি চলছেই। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাত বলেন, যে কাজ পুলিস প্রশাসনের করার কথা, সেই কাজ করছেন মহিলারা। যতদিন না মদ বিক্রি বন্ধ হবে, ততদিন এই আন্দোলন চলবে। আমরা গ্রামের মহিলাদের পাশে আছি।
আবগারি দপ্তরের এক পদস্থ কর্তা বলেন, জেলায় মদের কারবার রুখতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আরও কড়া অভিযান চালানো হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা