কলকাতা

রায়দিঘিতে নৃশংস হত্যাকাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে খুন, ধৃত অভিযুক্ত

সংবাদদাতা, বারুইপুর: সাত সকালেই প্রকাশ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বোলের বাজারে। খুনের ঘটনায় আতঙ্কে শিউরে ওঠেন বাজারে যাওয়া স্থানীয় বাসিন্দারা। আজ, মঙ্গলবার সকালে রায়দিঘি থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের বোলের বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন শেখ বাহাদুর (৫৭)। তিনি মহম্মদনগরের বাসিন্দা। আচমকাই তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় অভিযুক্ত শাহাদাত শেখ। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে শেখ বাহাদুরকে কোপাতে থাকে সে। একজন বাধা দিতে গেলে তার উপরও হামলা চালায় শাহাদাত। তাতে জখম হন ওই ব্যক্তিও। পরে স্থানীয়রা ছুটে আসতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। এরপর গুরুতর জখম অবস্থায় শেখ বাহাদুরকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মণ্ড হারবার হাসপাতাল মর্গে পাঠায়। জানা গিয়েছে, অভিযুক্ত শাহাদাত সর্ম্পকে শেখ বাহাদুরের খুড়তুতো ভাই। তাদের সুদের ব্যবসা রয়েছে। এলাকায় প্রভাবশালী বলে পরিচিত। পুলিস সূত্রে খবর, ওই শাহাদাতের সন্দেহ ছিল তার ২ কোটি টাকা চুরি করেছে শেখ বাহাদুর। তাকে সেই কথা জিজ্ঞাসা করলে অস্বীকার করে বাহাদুর। সেই কারণেই ক্ষোভে বাহাদুরকে খুন করেছে শাহাদাত। এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান। পুলিস ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তদন্ত শুরু হয়েছে। গত রবিবারও এক যুবককে গলা কেটে খুনের অভিযোগ ওঠে রায়দিঘিতে। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের আরও এক খুনের ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
13h 13m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা