দেশ

উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন বৈধ, রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৫ নভেম্বর: উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন (২০০৪) বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগেই এই আইন অসাংবিধানিক বলে নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। আজ, মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া নির্দেশ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। যার ফলে উত্তরপ্রদেশে প্রায় ১৬ হাজার মাদ্রাসা স্বস্তি পেয়েছে।
সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৪ সালে ‘উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড শিক্ষা আইন’ কার্যকর হয়েছিল। কিন্তু যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার পরই রাজ্যের মাদ্রাসাগুলি নিয়ে এক সমীক্ষা শুরু করেন। মাদ্রাসাগুলিতে কোনও বিদেশি অনুদান আসছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে সমীক্ষা করা হয়। একই সঙ্গে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষাকে ‘মূল শিক্ষা ব্যবস্থা’র সঙ্গে অন্তর্ভুক্ত করার কাজও করে। সেই আবহেই মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতা নিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। যাতে আদালত জানায় মাদ্রাসা শিক্ষা আইন অসাংবিধানিক। এলাহাবাদ হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়।
আজ, মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। তাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় এই আইন বৈধ। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতা বহাল রাখা হচ্ছে। এই আইন সাংবিধানিক। এলাহাবাদ হাইকোর্টের রায় দেওয়ার সময় আইনের মৌলিক কাঠামোগত ত্রুটির কথা বলেছিল। তা ভুল ছিল। এই আইন মাদ্রাসা প্রশাসনে সরাসরি হস্তক্ষেপ করে না। মাদ্রাসা আইনে কিছু ধর্মীয় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকায়, তা অসাংবিধানিক হতে পারে না। তবে এই আইনের অধীনে ফাজিল এবং কামিল ডিগ্রি প্রদানের ক্ষেত্রে অসাংবিধানিক। কারণ, এই নিয়ম ইউজিসির গাইডলাইনের বিরুদ্ধে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা