দক্ষিণবঙ্গ

টার্মিনাসে বাস না ঢোকা নিয়ে এজেন্সির সঙ্গে ঝামেলা কামারপুকুরে, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: টার্মিনাস এড়িয়ে চলে যাচ্ছে বাস। ফলে যাত্রীরা যেমন হয়রান হচ্ছেন, তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে এজেন্সি। পাল্টা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তারা অতিরিক্ত পার্কিং চার্জ নিচ্ছে। এনিয়ে সোমবার গোঘাটের কামারপুকুর এলাকায় গোলমাল বাঁধে। থানার দ্বারস্থ হন বাস মালিক। শেষমেশ পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘাটাল থেকে আরামবাগগামী একটি বাসের কাছে অতিরিক্ত ১০ টাকা পার্কিং চার্জ চাওয়ার অভিযোগ ওঠে ঠিকাদার সংস্থার এজেন্টের বিরুদ্ধে। তা দিতে অস্বীকার করায় কামারপুকুর চটি এলাকায় বাস থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অতিরিক্ত পার্কিং চার্জ নেওয়া সহ বাস থামানোর অভিযোগ অস্বীকার করেছে এজেন্সি। তাদের পাল্টা দাবি, টার্মিনাসে বাস না ঢুকিয়ে যাত্রীদের হয়রান করা হয়। এই ঘটনায় কামারপুকুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাস মালিক কর্তৃপক্ষ গোঘাট থানার দ্বারস্থ হন। পুলিস দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসে। উভয়কেই সতর্ক করেছে। নিয়ম মেনে সব কিছু চালানোর নির্দেশ দিয়েছে। 
ওই বেসরকারি বাসের মালিক তথা আরামবাগ বাস-মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্য বলেন, টার্মিনাসে ৩০ টাকা পার্কিং চার্জ ধার্য করেছে প্রশাসন। তা সত্ত্বেও সেখানে বাসের কর্মীদের কাছ থেকে অতিরিক্ত ১০ টাকা করে চাওয়া হচ্ছে। আমার বাসের কর্মীরা তা দিতে অস্বীকার করায় কামারপুকুর চটি এলাকায় বাসটিকে থামিয়ে দেয় ঠিকাদার সংস্থার লোকজন। বাস ভর্তি যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়।
পাল্টা বাস টার্মিনাসের ঠিকাদার সংস্থার তরফে মহম্মদ আফসার হোসেন বলেন, প্রশাসনের ধার্য করা পার্কিং চার্জ ৩০ টাকা করেই বাস পিছু নেওয়া হয়। অতিরিক্ত ১০ টাকা চাওয়ার অভিযোগ মিথ্যা। বাস কোথাও থামিয়েও দেওয়া হয়নি। যাত্রীদেরও তারাই নামিয়েছে। টার্মিনাসে বহু যাত্রী বাসের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু, টার্মিনাসে না ঢুকিয়ে বাসটি সোজা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। যাত্রীদের যাতে বাসে তোলা হয় তার আবেদন কর্মীদের কাছে জানানো হয়। আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে বাস কর্তৃপক্ষ। টার্মিনাসে প্রায় ১৫০টি বাস আসে। তারমধ্যে অনেক বাসই টার্মিনাসে ঢোকে না। যাতে বাসগুলি টার্মিনাসে ঢোকে সেই জন্যই প্রশাসনের কাছে বারবার লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। তবু কাজ হয়নি। এতে যাত্রীদের যেমন হয়রানি হচ্ছে, একইসঙ্গে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। 
বাস মালিক মধুমিতাদেবী অবশ্য পাল্টা বলেন, টার্মিনাসে বাস ঢোকার ক্ষেত্রে যানজটের সমস্যা রয়েছে। তার জেরে নির্দিষ্ট সময় মেনে বাস চালানোয় প্রভাব পড়ে। প্রশাসন যানজট মুক্ত করার বিষয়টি দেখলে টার্মিনাসে বাস ঢোকানোয় অসুবিধা হবে না। 
পুলিসের এক আধিকারিক বলেন, দু’পক্ষকেই নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে অভিযোগ এলে আইনি পদক্ষেপ হবে। 
গোঘাট-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগম বলেন, সরকারি নির্দেশ মেনে যাতে বাসগুলি টার্মিনাসে ঢোকে ও পার্কিং চার্জ নেওয়া হয় সেই দিকটি নিশ্চিত করতে বলা হয়েছে। এব্যাপারে নজরদারি রাখা হবে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা