দক্ষিণবঙ্গ

আগামী ৭ দিন কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নিদান তৃণমূল প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, বাঁকিবাঁধ: দুয়ারে উপনির্বাচন। সোমবার নির্বাচনী প্রচারে যোগ দিয়ে আগামী সাতদিন কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নিদান দিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। এদিন শালবনী ব্লকের বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তিনি। প্রচার ঘিরে কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন বাইক র‍্যালির মাধ্যমে প্রচার চলে। কর্মিসভায় দ্বন্দ্ব ভুলে ভোটের ময়দানে ঝাঁপানোর বার্তা দেওয়া হয় জেলা নেতৃত্বের তরফে। প্রচার চলাকালীন এলাকাবাসীর সঙ্গে কথা বলে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না জানতে চান প্রার্থী। 
কথা হচ্ছিল নান্দড়িয়া এলাকার বাসিন্দা নমনিতা মাহাতর সঙ্গে। তিনি বলেন, বাড়ির সামনে প্রার্থী প্রচারে আসায় খুশি। প্রার্থী জিজ্ঞাসা করলেন বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছি কিনা। জানিয়েছি। প্রচার চলাকালীন প্রার্থীর সঙ্গে ছবিও তুলেছি। তৃণমূল প্রার্থী বলেন, সমস্ত কর্মীকে একজোট হয়ে প্রচারে নামতে হবে। আর হাতে সাতদিন সময় আছে। এই ক’টা দিন ভোটের ময়দানে কর্মী-সমর্থকদের মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আমি মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি না। আমি বাড়ি বাড়ি যাচ্ছি আশীর্বাদ নিতে। মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাই প্রতিটা এলাকার মানুষ শান্তিতে রয়েছে। পাশাপাশি কর্মীদের মধ্যে দ্বন্দ্ব রাখলে চলবে না। ভোটের ময়দানে একসঙ্গে লড়াই করাই আমাদের প্রধান কাজ। 
প্রসঙ্গত, শালবনী ব্লকের বাঁকিবাঁধ এলাকায় কয়েক বছর আগেও বিজেপির প্রভাব ছিল। ২০১৯ সালের লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে পিছিয়ে পড়ে তৃণমূল। পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এগিয়ে থাকলেও গত লোকসভা নির্বাচনে ফের পিছিয়ে পড়ে ঘাসফুল শিবির। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বোর্ড গঠন করলেও নান্দড়িয়া, জুয়ালভাঙা সহ বেশকিছু এলাকায় এখনও বিজেপির প্রভাব বেশি। 
এদিন সেই সমস্ত এলাকায় গিয়ে প্রচারে ঝড় তোলেন তৃণমূল প্রার্থী। 
এক তৃণমূল কর্মী বলেন, দলের অন্দরে গোষ্ঠী তৈরি হয়েছে। যা সবচেয়ে বেশি ভয়ের। তবে সবপক্ষকে মাঠে নামার বার্তা দেওয়া হয়েছে। সকলে একসঙ্গে মিলেমিশে কাজ করলে রেকর্ড মার্জিনে জিতবে তৃণমূল। সমস্ত এলাকার মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এর ফলে অনেকেই বিরোধিতা ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। 
জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, তৃণমূল নেতারা শুধু দুর্নীতিতে ব্যস্ত। এখনও বহু এলাকায় রাস্তা, নর্দমার সমস্যা রয়েছে। আমার প্রশ্ন, এত বছর ক্ষমতায় থাকার পরও মানুষের সমস্যা থাকবে কেন? মানুষ সবটাই বুঝতে পারছে। রেকর্ড মার্জিনে হারবে তৃণমূল।-নিজস্ব চিত্র
 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা