দক্ষিণবঙ্গ

কাল মহিষাদল রাজ ময়দানে শুরু এমএলএ কাপ টুর্নামেন্ট
 

শ্যামল সেন, হলদিয়া: স্কুল ক্রিকেটে সদ্য রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা দল। মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে ছেলেদের অনূর্ধ-১৭ বিভাগের ফাইনালে হুগলি জেলা স্কুল টিমকে হারিয়েছে তারা। চ্যাম্পিয়ন দলের একের পর এক জয়ের অন্যতম কারিগর মহিষাদলের ক্রিকেট কোচিং ক্যাম্পের তিন শিক্ষার্থী। দশম শ্রেণির অন্তু সামন্ত ও অয়ন সামন্ত এবং একাদশ শ্রেণির ঋতম আদক সবার নজর কেড়েছে। অয়ন ভালো লেগ স্পিনার এবং বাকি দু’জন ভালো ব্যাটার। শুধু ক্রিকেট নয়, চলতি মরশুমে কলকাতার প্রিমিয়ার ডিভিশনে দুর্দান্ত গোলকিপিং করে মহিষাদলের নাম উজ্জ্বল করেছেন কেশব ধাড়া। জর্জ টেলিগ্রাফের হয়ে খেলে সবাইকে চমকে দিয়েছেন। দু’দিন আগেই বিশাখাপত্তনমে ওয়ার্ল্ড যোগা কাপে রুপো পেয়েছে মহিষাদলের শুচিস্মিতা বাড়। অ্যাথলেটিকস থেকে ফুটবল, ক্রিকেট, সাঁতার, যোগা, কিক বক্সিংয়ের মতো বিভিন্ন খেলার তরুণ খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর মহিষাদল। মহিষাদলের রাজ ময়দান দশকের পর দশক ধরে রাজ্য থেকে জাতীয় পর্যায়ে উপহার দিয়েছে কয়েক ডজন নামী খেলোয়াড়। সেই রাজ ময়দানেই শুক্রবার থেকে শুরু হচ্ছে চতুর্থ এমএলএ কাপ টুর্নামেন্ট। দু’দিনের এই টুর্নামেন্টের আয়োজক মহিষাদল এমএলএ ফ্যান ক্লাব। 
এমএলএ ফ্যান ক্লাবের সভাপতি ছবিলাল মাইতি বলেন, প্রথমদিন ৩ডিসেম্বর, শুক্রবার আটটি দলের ক্রিকেট টুর্নামেন্ট ও দ্বিতীয়দিন শনিবার রয়েছে আটটি দলের ফুটবল টুর্নামেন্ট। দু’টি টুর্নামেন্টই হবে দিনরাতের। শুক্রবার সকাল ৯টায় রাজ ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করবে। শোভাযাত্রায় বিধায়ক তিলককুমার চক্রবর্তী খেলোয়াড়দের সঙ্গে পা মেলাবেন। শোভাযাত্রায় লোকশিল্পীদের সঙ্গে থাকবে রনপা, ছৌনাচ, আদিবাসী নৃত্য, ব্যান্ড। দুপুর ১টা নাগাদ দিবা-রাত্র ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত থাকবেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বিশ্বরূপ দে। ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে পূর্ব মেদিনীপুর সহ চারটি জেলার বিভিন্ন দল। ওই টুর্নামেন্টে টেনিস ক্রিকেটের রাজ্য ও দেশের নামী খেলেয়াড়রা অংশ নেবেন। দ্বিতীয় দিন দুপুর ১টা নাগাদ শুরু হবে ফুটবল টুর্নামেন্ট। জেলার ফুটবলাদের পাশাপাশি কলকাতা ময়দান, দেশের বিভিন্ন রাজ্য, আফ্রিকা ও ব্রাজিলের কিছু খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নেবেন। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিশিষ্ট ফুটবল খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস। উপস্থিত থাকবেন রাজ্যের আরও দুই মন্ত্রী সহ বিশিষ্টরা।তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে এই আয়োজন বলে জানিয়েছেন বিধায়ক তিলকবাবু। তিনি বলেন, এই টুর্নামেন্টে খেলাধুলার জগতের নবীন ও প্রবীন তারকারা আজকের প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহ দিতে সমবেত হন। এবারও মহিষাদলের স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের টুর্নামেন্টে সম্মান জানানো হবে। আর্থিক সহায়তাও দেওয়া হবে। মহিষাদলের ক্রীড়া সংগঠক বিপ্লব চক্রবর্তী বলেন, পরিকাঠামো নেই, তবুও প্রশিক্ষণ ও খেলোয়াড়দের জেদের জোরেই মহিষাদল রাজ্য ও জাতীয়স্তরে সাফল্য পাচ্ছে। এখানে আধুনিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র দরকার। বিধায়ক বলেন, রাজ ময়দানে স্টেডিয়াম তৈরির দাবি দীর্ঘদিনের। হলদিয়া উন্নয়ন পর্ষদ স্টেডিয়ামের পরিকল্পনা করেও পিছিয়ে গিয়েছে।-নিজস্ব চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা