দক্ষিণবঙ্গ

পূর্বস্থলীতে মুড়িগঙ্গা খাল সংস্কারের সূচনায় মন্ত্রী

সংবাদদাতা, কালনা: শুক্রবার পূর্বস্থলী-১ ব্লকের মুড়িগঙ্গা খাল সংস্কারের সূচনা হল। প্রায় ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে সংস্কারকাজের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি ছাড়াও সেচদপ্তরের আধিকারিক লিটন বর্মন, দপ্তরের এগজিকিউটিভ অফিসার বিপ্লবকান্তি রায়, বিডিও সঞ্জয় সেনাপতি সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। পূর্বস্থলী-১ ব্লকের বিস্তীর্ণ এলাকাজুড়ে তিন কিলোমিটারের বেশি লম্বা মুড়িগঙ্গা খাল রয়েছে। একসময় মুড়িগঙ্গার জলে জমিতে সেচ দিয়ে, মাছ ধরে বহু মানুষ উপকৃত হতেন। কিন্তু সম্প্রতি কচুরিপানা ও আবর্জনা জমে খালটি প্রায় মজে যাওয়ার উপক্রম হয়েছিল। জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় একটু বৃষ্টি হলে ও ভাগীরথীর জল ঢুকলে মুড়িগঙ্গার পাড় প্লাবিত হতো। সেসময় তীরবর্তী কয়েকশো পরিবার সমস্যায় পড়ত। সেজন্য এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ মুড়িগঙ্গা সংস্কারে উদ্যোগী হন। তিনি সেচদপ্তরের কাছে মুড়িগঙ্গা সংস্কার ও সৌন্দর্যায়নের আবেদন জানান। সম্প্রতি সেচদপ্তর মুড়িগঙ্গা সংস্কারে ২ কোটি ৪১ লক্ষ ৯০হাজার টাকা অনুমোদন করে। টেন্ডার শেষে শুক্রবার মুড়িগঙ্গা সংস্কার শুরু হল। এতে এলাকার বাসিন্দারা খুশি। মুড়িগঙ্গার তীরবর্তী কয়েকটি এলাকায় পঞ্চায়েত সমিতি ঢালাই রাস্তা তৈরি করেছে। স্বপনবাবু বলেন, মুড়িগঙ্গা সংস্কারে আর্থিক অনুমোদনের জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। দীর্ঘ মুড়িগঙ্গার সঙ্গে ভাগীরথীর সংযোগ রয়েছে। মুড়িগঙ্গা সংস্কার হলে কৃষিজমিতে সেচের জলের জোগান বাড়বে। এতে চাষিরা উপকৃত হবেন। খালে জল বাড়লে বহু মৎস্যজীবীও উপকৃত হবেন। অল্প বৃষ্টি বা নদীর জলস্ফীতিতে এলাকার বাসিন্দাদের আর সমস্যায় পড়তে হবে না। মুড়িগঙ্গার সৌন্দর্যায়ন, স্নানঘাট ও দীর্ঘ জলপথে নৌকাবিহারের ব্যবস্থা হবে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা