দক্ষিণবঙ্গ

তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে সাদা থান 

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের নওদায় ফিরে এল সাদা থানের ‘সন্ত্রাস’। তৃণমূল কংগ্রেস পরিচালিত মধুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়ির সামনে হুমকি পোস্টার পড়েছে। সেখানে লেখা, ‘এক ছোবলেই ছবি।’ সেইসঙ্গে বাড়ির বাইরে রেখে দেওয়া হয়েছে পিস্তলের গুলি ছোড়ার ছবি এবং অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। সেগুলি  একটি কাপড়ে বেঁধে দেওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনায় রাজ্য এখন তোলপাড়। তার মাঝেই ফের শাসক দলের নেতাকে হুমকির ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নওদার মধুপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনিরুল শেখ গত বেশ কয়েক বছর ধরে গঙ্গাধারী এলাকায় থাকেন। শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে তিনি দেখতে পান বাড়ির সামনে কেউ বা কারা একটি থান কাপড়, ধূপ, সাবান, আতর-সহ অন্ত্যেষ্টির জন্য ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র এবং কয়েকটি হুমকি পোস্টার রেখে গিয়েছে। এই ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারাও। খবর পেয়ে সেখানে হাজির হয় নওদা থানার পুলিস। 
ওই পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে উদ্ধার হওয়া কয়েকটি পোস্টার বেশ অন্যরকম। কালার প্রিন্ট করে সেই পোস্টার তৈরি। সেখানে মনিরুলের ছবি রয়েছে। মনিরুল পারিবারিক ব্যবসার সঙ্গেও যুক্ত। তাঁর ধারণা, রাজনীতির কারণেই এই হুমকির মুখোমুখি হয়েছেন তিনি। 
মনিরুল বলেন, ‘আমার বাবা গত ২০-২৫ বছর ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। আমিও গত দু’টি টার্মে পঞ্চায়েতের সদস্য। আগে কখনও এমন ঘটনার সম্মুখীন হইনি আমরা। ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার বেশ আতঙ্কে রয়েছি। গোটা ঘটনাটি ইতিমধ্যে নওদা থানার পুলিসকে জানিয়েছি। ব্লক তৃণমূল নেতৃত্বকেও এই ব্যাপারটি জানানো হয়েছে।’ 
নওদার তৃণমূল ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ বলেন, ‘ওই পঞ্চায়েত সদস্য বহু বছর ধরে আমাদের সঙ্গে রাজনীতি করেন। হঠাৎ করে তাঁর বাড়ির সামনে এই রকম পোস্টার ও সাদা থান কারা রেখে গেল, সেই ব্যাপারে উপযুক্ত তদন্ত প্রয়োজন। এক সময় এই এলাকার মাওবাদীদের কবলে ছিল। সেই সময়ে এই ধরনের রাজনীতি করত অনেকেই। গত লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে, এখানে কংগ্রেস ও বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তারাও রাজনৈতিক শত্রুতার কারণে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। শান্ত নওদাকে কারা অশান্ত করতে চাইছে সেটা আমরাও খোঁজ নিচ্ছি।’
বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক লাল্টু দাস বলেন, ‘গতকালই আমরা দেখেছি মালদায় তৃণমূল নেতাকে গুলি করা হয়েছে। তারপর দিনই নওদায় এই ধরনের পোস্টার পড়েছে। বিজেপি কখনও সন্ত্রাসের রাজনীতি করে না। নওদা একসময় মাওবাদী উপদ্রুত এলাকা ছিল। তখন এই ধরনের কার্যকলাপ দেখা যেত। এখন কারা এই ধরনের কাজ করছে পুলিস উপযুক্ত তদন্ত করুক। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেও এই ঘটনা ঘটে থাকতে পারে।’
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা