দক্ষিণবঙ্গ

স্বামী, স্ত্রী সহ একই পরিবারের তিনজনের নামে আবাসের বাড়ি
 

সংবাদদাতা, হলদিয়া: মহিষাদলে বিজেপি পরিচালিত রমণীমোহন গ্রাম পঞ্চায়েতে (ইটামগরা-১) আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। ওই পঞ্চায়েতে একই পরিবারে মা এবং স্বামী ও স্ত্রী তিনজনের নামে আবাস যোজনার বাড়ি বরাদ্দ হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। আবাস সমীক্ষায় এত কড়াকড়ির পরও কীভাবে স্বামী ও স্ত্রী দু›জনই আলাদা করে বাড়ি পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে বাড়ি তৈরির জন্য প্রথম দফার টাকাও জমা পড়েছে ইতিমধ্যে। পঞ্চায়েত ও প্রশাসনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সোশ্যাল মিডিয়ায় এ খবর ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে মহিষাদল ব্লক প্রশাসন। জানা গিয়েছে, এটি রমণীমোহন গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর জালপাই উত্তর বুথ এলাকার ঘটনা। ওই বুথের বাসিন্দা শ্যামলী আড়ি (মা), গৌতম আড়ি (ছেলে) এবং ভারতী আড়ি (গৌতমের স্ত্রী)— একই পরিবারের তিনজনের নামে আবাস যোজনার বাড়ি বরাদ্দ হয়েছে। ওই ঘটনায় আবাসের সার্ভেয়ারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পরই গৌতমের স্ত্রী ভারতী আড়ির টাকা আটকে দিয়েছে ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের দাবি, আবাসের তালিকায় স্বামীর নাম  রয়েছে জানা সত্ত্বেও ওই মহিলা ‹দিদিকে বলো›তে ফোন করে বাড়ি পেয়েছেন। দিদিকে বলো›র সুযোগের অপব্যবহার করেছেন ওই মহিলা।
ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই বিতর্ক ঘিরে তৃণমূল ও বিজেপির চাপানউতোর শুরু হয়েছে। রমণীমোহন পঞ্চায়েত এখন বিজেপির দখলে। তৃণমূলের স্থানীয় নেতাদের দাবি, আবাসের প্রাপক ওই পরিবার বিজেপি সমর্থক। রমণীমোহনে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শিবপ্রসাদ দত্ত বলেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্য অজয়কুমার লেইয়া গ্রাম পঞ্চায়েত অফিসে অভিযোগ জানানোর পরও তারা কর্ণপাত করেনি। ওই গ্রাম পঞ্চায়েতে ‹দিদিকে বলো›তে আবেদন করে ২৬টি পরিবার আবাসের বাড়ি পেয়েছেন। তাঁর দাবি, ওই ২৬ জনের মধ্যে ১৪টি পরিবার বিজেপির কর্মী সমর্থক। ওই ১৪ জনের মধ্যে ভারতী আড়ির নামও রয়েছে। তৃণমূল নেতার অভিযোগ, বিজেপির লোকজন ‹দিদিকে বলো› পোর্টালের সুযোগ নিতে গিয়ে দুর্নীতি করছে, প্রশাসনের সঙ্গে প্রতারণা করছে। এই বিষয়টি প্রকাশ্যে এনে সবাইকে সতর্ক করা দরকার। বিজেপির জেলা নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, গরিব মানুষের বাড়ি নিয়ে রাজনীতি উচিত নয়। কেন্দ্রীয় সরকারের টাকা যাতে সঠিকভাবে খরচ হয়, সে বিষয়ে প্রশাসনের আরও সতর্ক হওয়া প্রয়োজন। এক্ষেত্রে প্রশাসন তদন্ত করুক। 
আবাস প্রাপক ওই পরিবারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। অন্যদিকে, পঞ্চায়েতের আধিকারিক ও সার্ভেয়ারদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গৌতমের স্ত্রী ভারতী আড়ি শুক্রবার বিকেলে দাবি করেন, ২০২০ সালে উমপুনের সময়ে বাড়ি ভেঙে পড়ায় তাঁরা পঞ্চায়েতের কাছে আবেদন করেন। পঞ্চায়েতের তালিকায় তাঁর স্বামীর নাম প্রাপকের তালিকায় রয়েছে বলে জানতেন না। মাস দেড়েক আগে ‹দিদিকে বলো›তে ফোন করেন। সেখান থেকেও তিনি বাড়ি পেয়েছেন। তিনি বলেন, আমার স্বামীও বাড়ি পেয়েছে জানতে পেরে পঞ্চায়েতকে আমি বাড়ি নেব না বলে জানিয়েছি। পঞ্চায়েত অফিসে পরিবারের তিনজনকে সোমবার ডেকেছে। মহিষাদলের বিডিও বরুণাশিস সরকার বলেন, ২০২২ সালে সার্ভের সময় থেকে ওই মহিলার স্বামীর নাম রয়েছে এবং এবারের ফাইনাল লিস্টেও ছিল। সেখবর জানার পরও ওই মহিলা ‹দিদিকে বলো›তে আবেদন করে বাড়ি পেয়েছেন। দু›টি ঘটনায় আলাদা সার্ভেয়ার ছিলেন। ওই মহিলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছেন। তবে উনি এখনও প্রশাসনকে লিখিতভাবে বাড়ি নেবেন না বলে মুচলেকা দেননি।
মহিষাদলে স্বামী ও স্ত্রীর নামে আলাদা করে আবাস যোজনার বাড়ি বরাদ্দ হওয়ার ঘটনায় বিতর্ক।-নিজস্ব চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা