দক্ষিণবঙ্গ

দু’বছর পর তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল

সংবাদদাতা, সিউড়ি ও রামপুরহাট: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বীরভূম জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন পুরসভা, ব্লক ও পঞ্চায়েতের তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ প্রভৃতি হয়েছে। এবার বীরভূম জেলা তৃণমূলের বাড়তি পাওনা দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতি। দু’বছর এই প্রতিষ্ঠা দিবসে তিনি জেলায় ছিলেন না। এদিন বোলপুরের চৌরাস্তায় দুঃস্থদের কম্বল বিলি করেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, তৃণমূলের প্রতিষ্ঠালগ্ন থেকে মহিলারা পাশে দাঁড়িয়েছেন। আমরা তাঁদের সম্মান জানাই। এভাবেই পাশে থাকুন। আপনারা পাশে থাকলে ২০২৬ সালেও আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী হবেন।    এদিন সিউড়ি শহর তৃণমূলের কার্যালয়ে সকালে দলীয় পতাকা তোলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সিউড়ি শহরের ২১টি ওয়ার্ডের দুঃস্থ বাসিন্দাদের শীতবস্ত্র বিলি করা হয়। সিউড়ি-১ ব্লকের কড়িধ্যায় একটি মিছিলে অংশ নেন। সকালে সিউড়ি বাসস্ট্যান্ডে আইএনটিটিইউসি’র তরফে কম্বল বিতরণ অনুষ্ঠানেও বিধায়ক অংশ নিয়েছিলেন। বিকাশবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও অনুব্রতবাবুর দেখানো পথে বিভিন্ন কর্মসূচি হয়েছে। 
দুবরাজপুরে তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা তোলা, কেক কাটা হয়েছে। সেখানে দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাঁইথিয়ায় তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠানে বিধায়ক নীলাবতী সাহা, পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত, শহর সভাপতি দেবাশিস সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাঁইথিয়া ব্লকেও বিধায়ক সহ তৃণমূল নেতৃত্ব দুঃস্থদের মধ্যে কম্বল বিলি করেন। সাঁইথিয়া শহর তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সাঁইথিয়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে তারাপীঠের দলীয় অফিসে পতাকা তোলেন রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটেও দলীয় অফিসে পতাকা তোলা হয়। মুরারই হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়। নলহাটিতেও একই কর্মসূচিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অংশ নেন।
এদিন নানুরের বাসাপাড়ায় মিলনমেলা শুরু হয়। ওই মেলায় তৃণমূল কর্মীদের তরফে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে পাঁচ কেজির রুপোর মুকুট উপহার দেওয়া হয়। আগে এলাকার দায়িত্ব ছিল অনুব্রত ঘনিষ্ঠ তথা জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ করিম খানের উপর। গত কয়েক বছর তাঁকে নানা মূল্যবান উপহার দেওয়া হয়েছে। এবছর কাজল শেখকে মুকুট দেওয়া হল। এদিন মেলায় নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি, নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
-নিজস্ব চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা