দক্ষিণবঙ্গ

বেনারসের ঘাটের অনুকরণে সন্ধ্যা আরতি এবার কঙ্কালেশ্বরী মন্দিরেও, খুশি ভক্তরা

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এখানে মায়ের রূপ সম্পূর্ণ আলাদা। মূর্তি অনেকটা কঙ্কালের মতো দেখতে। তাই মা কঙ্কালেশ্বরী নামে পরিচিত। বহু প্রাচীন মন্দির। শহরের শেষ প্রান্ত কাঞ্চননগরে রয়েছে এই মন্দির। প্রতিদিনই ভক্তরা এখানে আসেন। তাঁরা মায়ের পুজো দেওয়ার পর সামনের মাঠে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়ি ফেরেন। এবার সেই ভক্তদের কাছে বাড়তি আকর্ষণ হতে চলেছে সন্ধ্যা আরতি। অনেকটা বেনারসের মতো। এই মন্দিরের পাশ দিয়ে কোনও নদী বয়ে যায়নি। কিন্তু মন্দিরের কাছে একটি জলাশয় রয়েছে। সেখানে প্রতি সন্ধ্যাতেই আরতি করা হবে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, এমাসের শেষের দিকে আরতি শুরু হয়ে যাবে। প্রতিদিন এক হাজার ভক্ত তা দেখতে পাবেন। মন্দিরে ঢোকার আগে গেট করা হবে। ভিড় উপচে পড়লে তা বন্ধ করা হবে। আরতি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পুরোহিতরা প্রশিক্ষণ নেওয়ার পর পালা করে আরতি করবেন। 
কঙ্কালেশ্বরী মন্দিরে ভোগের বন্দোবস্ত রয়েছে। ১০টাকার টিকিট কেটে যে কেউ এখানে ভোগ নিতে পারেন। মন্দির কমিটির দাবি, প্রতিদিনই ভোগ নেওয়ার জন্য ভক্তরা ভিড় করেন। সকালে কুপন কাটলে ভোগ দেওয়া হয়। মন্দিরের চারপাশ সাজিয়ে তোলা হয়েছে। আলোর ব্যবস্থাও রয়েছে। আগের মতো যাতায়াতের সমস্যা নেই। বর্ধমান স্টেশনে নেমে টোটো ধরলে এই মন্দিরে আসা যায়। মন্দির চত্বরে রয়েছে বৃদ্ধাশ্রম। এখানকার শান্ত পরিবেশ সকলকে মুগ্ধ করে। সন্ধ্যা আরতি চালু হয়ে গেলে পরিবেশ অন্যরকম হয়ে উঠবে। 
বর্ধমান দক্ষিণের বিধায়ক বলেন, আরতির জন্য মাটির তৈরি প্রদীপের অর্ডার করা হয়েছে। সেগুলি কয়েকদিনের মধ্যে চলে আসবে। এই মন্দির ঘিরে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। সেগুলিও ধাপে ধাপে বাস্তবায়িত করা হবে। কয়েকদিন আগে এই মাঠে একটি কর্মসূচিতে যোগ দিয়ে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, আগে অনেকে এই এলাকায় আসতে ভয় পেতেন। সেই পরিবেশ বদলে গিয়েছে। চারদিক সাজিয়ে তোলা হয়েছে। সূর্য ডুবলে আলো ঝলমলিয়ে ওঠে। রাস্তার সমস্যা নেই। এখানকার প্রতিটি রাস্তা ঝাঁ চকচকে। 
ভক্তরা বলেন, এই মূর্তি বহু প্রাচীন। মায়ের সামনে দাঁড়ালে অন্যরকম অনুভূতি হয়। তবে দিনের দিকে ভক্তরা মন্দিরে এলেও সন্ধ্যায় এই এলাকা ফাঁকা থাকত। সন্ধ্যা আরতি চালু হলে বিকেলের পরও ভক্তদের ভিড় থাকবে। জেলার পাশ দিয়ে ভাগীরথী বয়ে গিয়েছে। নদের পাড়েই রয়েছে কালনা এবং কাটোয়া শহর। তা সত্ত্বেও সেখানে এই উদ্যোগ নেওয়া হয়নি। জেলার মধ্যে কঙ্কালেশ্বরী মন্দিরেই প্রথম সন্ধ্যা আরতি শুরু হতে চলেছে। - প্রতীকী ছবি
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা