দক্ষিণবঙ্গ

জাতীয় স্তরে জিমন্যাস্টিক্সে নবদ্বীপের জয়জয়কার

সংবাদদাতা, নবদ্বীপ: জাতীয় স্তরে জিমন্যাস্টিকসের বিভিন্ন বিভাগে আবারও নবদ্বীপের প্রতিযোগীদের জয়জয়কার। বয়সভিত্তিক জুনিয়র ও সিনিয়র বিভাগে রাজ্যের হয়ে জিমন্যাস্টিকসে এসেছে এই সাফল্য। ৬টি সোনা, ২০টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ জয় করে এসেছে এই সর্বভারতীয় সাফল্য। 
১৪ তম সিনিয়র এবং জুনিয়র আক্রোব্যাটিক্স জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় গুজরাতের সুরাটে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে। এই প্রতিযোগিতা গত ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলেছে।
পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র,কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা, হরিয়ানা সহ ১৬ টি রাজ্য থেকে প্রায় আড়াইশো প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এর মধ্যে এরাজ্য থেকে ৪৩ জন প্রতিযোগী অংশ নেন।  রাজ্যের হয়ে নদীয়া থেকে ২৭ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এরমধ্যে নবদ্বীপ দেহ সৌষ্ঠব ক্লাবের অংশগ্রহণকারী ১২ জন প্রতিযোগীর মধ্যে ১০ জন জাতীয় স্তরে পুরস্কৃত হন। পাশাপাশি নবদ্বীপ ক্রিয়েটিভ জিমন্যাস্টিক আকাদেমির ১০ জন প্রতিযোগীর মধ্যে ৮ জন পুরস্কৃত হয়েছেন। বাকি ৫ জন প্রতিযোগী নবদ্বীপের ট্রিপল এস আকাডেমি থেকে গিয়েছিলেন।
উল্লেখ্য, নবদ্বীপ দেহসৌষ্ঠব ক্লাবের জুনিয়র ওমেন্স পেয়ার বিভাগের ব্যালেন্স ইভেন্টে দ্বিতীয় হয়েছেন অদ্রিজা পোদ্দার ও মনিষা দেবনাথ। এই জুটি ডাইনামিকে প্রথম এবং কমবাইন্ডে তৃতীয় স্থান অর্জন করেছেন। জুনিয়র মেন্স পেয়ারে স্বর্ণদীপ ভট্টাচার্য  ও সাহেব দেবনাথ ব্যালেন্স এবং কমবাইন্ড ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছেন। জুনিয়র মেন্স গ্ৰুপে অরিত্র ঘোষ, অর্জুন দেবনাথ আদিত্য দাস ও সপ্তক দও ব্যালেন্স এবং কমবাইন্ড ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। সিনিয়র ওমেন্স পেয়ার দেবস্মিতা সরকার ও প্রজ্ঞা পারমিতা সাহা ব্যালেন্স ইভেন্টে দ্বিতীয় ,কম্বাইন্ডে তৃতীয় স্থান অর্জন করেছেন।
অন্যদিকে ক্রিয়েটিভ জিমন্যাস্টিক একাডেমির হয়ে জুনিয়র মিক্সড পেয়ারে শ্রীজা দাস ও অঙ্কৃশ কর্মকার ব্যালেন্স ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। জুনিয়র মেন্স পেয়ারে রনিক দাস ও রাহুল মাজি ডায়নামিক ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন । জুনিয়র মেন্স গ্ৰুপে অরুণাভ কর্মকার, ময়ূখ অধিকারী, শুভম ঘোষ এবং প্রদীপ দেবনাথ ডায়নামিক ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছে ।
 ক্রিয়েটিভ জিমন্যাস্টিক একাডেমির প্রশিক্ষক বিশ্বরূপ সরকার বলেন, অন্য সব রাজ্যের ছেলেমেয়েরা যেরকম উন্নত পরিকাঠামোর মধ্যে দিয়ে অনুশীলন করে, তার তুলনায় আমাদের বাংলার ছেলে মেয়েদের কাছে উন্নত পরিকাঠামো নেই। তা সত্বেও বাংলার ছেলেমেয়েরা যেভাবে একের পর এক পদক এনে দিচ্ছে, এটাই গর্বের বিষয়। 
অন্যদিকে এই প্রতিযোগিতায় বাংলা দলের কোচ প্রশান্ত ঘোষ এবং জিমনাস্টিকসের আন্তর্জাতিক বিচারক তথা কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক ড: অরূপ  দাস বলেন, আমাদের ক্লাবের সকল প্রশিক্ষক এবং সদস্য-সদস্যাদের  মিলিত প্রচেষ্টায় এই সাফল্য। দেহ-সৌষ্ঠবের সম্পাদক রাখাল মজুমদার বলেন, সরকার যদি এইসব ছেলে মেয়েদের দিকে একটু বাড়তি নজর দেন তবে আগামীদিনে বাংলার ঝুলিতে আরও সাফল্য আসবে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা