দক্ষিণবঙ্গ

পিকনিকে মাত্রাছাড়া শব্দের তাণ্ডব, সাউন্ড সিস্টেম সহ আটক ২

সংবাদদাতা, বোলপুর: বর্ষবরণ উদযাপনে শব্দ দানবের দাপট রুখতে কড়া পদক্ষেপ নিল শান্তিনিকেতন থানার পুলিস। বুধবার বল্লভপুর অভয়ারণ্য লাগোয়া কোপাই নদী সংলগ্ন আমার কুটির এলাকায় পিকনিকে জোরে গান বাজানোর অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পৌঁছে সেই সাউন্ড সিস্টেম সহ দু’জনকে আটক করে পুলিস। তারা বর্ষবরণের পিকনিক করতে পাড়ুই থানা এলাকা থেকে এসেছিল। এই ঘটনায় পুলিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্বস্তি ফেরে অন্য পর্যটক ও দর্শনার্থীদের। 
বোলপুর শান্তিনিকেতনেও ইংরেজি বর্ষবরণ উপলক্ষ্যে পিকনিকে মেতে উঠেছিলেন স্থানীয় ও আগত পর্যটকরা। কিন্তু বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন খোয়াইহাটে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গান বাজানোর ও ব্যাপক হারে শব্দবাজি ফাটানোর অভিযোগ ওঠে। সেই শব্দে বন্যপ্রাণী ও পরিযায়ী পাখিদের অবস্থা অত্যন্ত অসহায় হয়ে ওঠে। এবছর কম সংখ্যক পরিযায়ী পাখি এসেছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। উপরন্তু, শব্দের দাপটে অনেক পরিযায়ী পাখি, অভয়ারণ্যের ঝিলগুলিতে এসেও ফিরে যাচ্ছে বলে উদ্বেগে বনদপ্তর। তাই বর্ষবরণের সকাল থেকে বোলপুর শান্তিনিকেতনের কোথাও যাতে উল্লাস মাত্র না ছাড়ায় সেজন্য সতর্ক ছিল পুলিস। এরপরেই আমার কুটির সংলগ্ন এলাকায় জোরে গান বাজানোর অভিযোগ তোলে স্থানীয় ও পর্যটকরা। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয় পুলিস।
বল্লভপুরের বাসিন্দা আশিস ঘোষ ও স্বপন মণ্ডল বলেন, এই এলাকায় পিকনিকের নামে প্রতিবছর অত্যাচার বেড়েই চলেছে। পুলিস প্রশাসন সক্রিয় না হলে আগামী দিনে এখানে টেকা যাবে না। শান্তিনিকেতন থানার এক আধিকারিক বলেন, উৎসবের আনন্দ বাকিদের নিরানন্দে যাতে পরিণত না হয় সেদিকে আমরা কঠোর নজর রাখছি।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা