দক্ষিণবঙ্গ

নানুরে মনসা মন্দির থেকে দেবশিলা চুরি

সংবাদদাতা, শান্তিনিকেতন: নানুরের পেঙা গ্রামে প্রসিদ্ধ মা মনসার দেবশিলা মন্দির থেকে চুরি গেল। বুধবার সকালে মন্দির খুলতে গিয়ে ঘটনাটি সামনে আসে। এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে নানুর থানার পুলিস পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার পেছনে মন্দিরের একজনের হাত আছে। পুলিস ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বুধবার নতুন বছরের প্রথম দিনে কিছুটা দেরি করেই মন্দির খোলা হয়। এদিন মনসা মন্দিরের নিত্যসেবার দায়িত্ব ছিল গোলকবিহারী দেবাংশীর উপর। তাঁর পরিবারের এক সদস্যা মন্দির পরিষ্কার করতে এসে দেখেন, প্রণামী বাক্স ভাঙা। প্রথমে তিনি মনে করেন, শুধুমাত্র প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু পরে নিত্যসেবার জন্য গর্ভগৃহে প্রবেশ করতেই আসল বিষয়টি সামনে আসে। দেখা যায়, মূল্যবান অলঙ্কার সহ সম্পূর্ণ শিলামূর্তিটি চুরি হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই পেঙা সহ আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিসকে খবর দেওয়া হয়। মঙ্গলবার অবধি মন্দিরের নিত্যসেবার দায়িত্ব অন্য একজনের উপর ছিল। অভিযোগ, এদিন গ্রামবাসীরা তাঁকে চুরির কথা বলতে গেলে তিনি ঠিকমতো উত্তর দিতে পারেননি। এলাকার মানুষ সন্দেহের কথা জানালে পুলিস তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
মন্দিরের সেবাইত গোলকবিহারী দেবাংশী বলেন, আমাদের গ্রাম বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান সীমান্তবর্তী। গ্রামের এই মনসা মন্দির খুব জনপ্রিয়। বার্ষিক পুজোয় হাজার হাজার ভক্তের সমাগম হয়। সেই মন্দিরে এরকম চুরির ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কিত।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা