দক্ষিণবঙ্গ

দুই বর্ধমানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও আসানসোল: দুই বর্ধমানজুড়ে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। বর্ধমানে জেলা পার্টি অফিসে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাংসদ কীর্তি আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হেমাতপুরে দলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। জেলার বিধায়করাও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে, কোনও ব্লকে দুই গোষ্ঠী একে অপরকে টেক্কা দিতে আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলকোটে দুই গোষ্ঠী আলাদা আলাদা অনুষ্ঠান করে। একই ছবি দেখা যায় আউশগ্রামে। অন্যদিকে, আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে, জেলার আটটি ব্লকের বিভিন্ন অফিসে এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শাসক দলের প্রতিষ্ঠা দিবস পালন হয়। দুর্গাপুরে অরবিন্দ থানার অদূরে তৃণমূল পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলনে হাজির ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে বেনাচিতিতে তৃণমূল-২ ব্লক আয়োজিত গুণিজন সংবর্ধনাতেও হাজির ছিলেন পঞ্চায়েত মন্ত্রী। দুর্গাপুর পূর্বের বিধায়ককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীদের ফল বিতরণ করতেও দেখা যায়।  এদিন আসানসোলের রাহা লেনে জেলা কার্যালয়ে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। কেক কেটে, পতাকা উত্তোলন করা হয়। আসানসোলের কাউন্সিলার, প্রবীণ নেতারা অনুষ্ঠানে হাজির ছিলেন। কাঁকসা ব্লকজুড়ে বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল। ব্লকের বিদবিহার, ত্রিলোকচন্দ্রপুর, মলানদিঘি সহ একাধিক জায়গায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। কাঁকসার মোল্লাপাড়ায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় দলীয় পতাকা উত্তোলন করে ছোট পড়ুয়াদের হাতে খাতা, রং পেন্সিল তুলে দেন।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা