দক্ষিণবঙ্গ

তারাপীঠে ভিড়ের সুযোগে হাতসাফাই! পুণ্যার্থীরা খোয়ালেন গয়না ও মানিব্যাগ, আটক ১২ জন

সংবাদদাতা, রামপুরহাট: নতুন বছর যেন ভালোভাবে যায়, এই কামনায় প্রথম দিনে তারামায়ের কাছে পুজো দিতে ভিড় করেন পুণ্যার্থীরা। আর সেই ঠাসা ভিড়ের সুযোগেই হাতসাফাই করতে সক্রিয় চোরের দল। পুণ্যার্থীদের মধ্যে মিশে কারও টাকা, কারও গলার সোনার হার, কারও আবার মানিব্যাগ হাতসাফাই করে দিয়েছে চোরেরা। যাতে বুধবার বছরের প্রথম দিনে অনেককেই সমস্যায় পড়তে হয়েছে। পুলিস অবশ্য এদিন বিকেল ৩টে পর্যন্ত ১২জনকে আটক করেছে। উদ্ধার হয়েছে একটি সোনার হার ও মানিব্যাগ। পুলিস জানিয়েছে, আটক হওয়া সকলেই বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা। যাদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। এই ঘটনায় আরও কারা যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে।
বুধবার ইংরেজি নববর্ষের প্রথম দিন। ফিবছর এই দিনটিতে রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যের হাজার হাজার ভক্তের সমাগম ঘটে তারাপীঠে। বিগত বছরগুলির অভিজ্ঞতা অনুযায়ী এবার মন্দির চত্বরের নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়েছিল। মন্দিরের নিজস্ব নিরাপত্তা কর্মীদের পাশাপাশি পুলিস মোতায়েন করা হয়েছিল। সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারির ব্যবস্থা করা হয়। কিন্তু বামাখ্যাপার সাধনাক্ষেত্রের সেই ভিড়েই চোরেরাও অতিসক্রিয় হয়ে উঠেছিল। বুধবার সকালে যা হাতেনাতে টের পেলেন অনেক পুণ্যার্থীই। বছরের প্রথম দিন দেবীদর্শনে রাত ৩টে থেকে লাইনে দাঁড়িয়ে পড়েন পুণ্যার্থীরা। যত সময় গড়িয়েছে, মন্দিরের সামনে ভিড় কয়েকগুণ বেড়েছে। ভিড় সামলানোর জন্য বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছিল। এদিন ভোর সাড়ে ৫টায় দেবীর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের জন্য। অনেকে নাটমন্দির থেকে দেবীকে এক পলক দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। হাওড়ার এক পুণ্যার্থীর অভিযোগ, দেবী দর্শনে গিয়েছিলাম। পরক্ষণেই দেখি গলায় থাকা সোনার হার নেই। চিৎকার শুরু করতেই পুলিস আসে। এক নাবালক হারটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পুলিস হারটি উদ্ধার করে। আরও এক পুণ্যার্থী জানিয়েছেন, তাঁর প্যান্টের পিছনের পকেটে থাকা মানিব্যাগটি চুরি হয়ে গিয়েছে। এটিএম কার্ড, টাকা খুইয়ে এখন সমস্যায় পড়েছেন তিনি। আর এক পুণ্যার্থীরও একইভাবে গলার হার ছিনতাই হয়। পূর্ণিমা দাস নামে ওই পুণ্যার্থী বলেন, হঠাৎ দেখলাম আমার গলায় থাকা হার নেই। পর্যটকরা বলেন, এই দিনটিতে হাজার হাজার পুণ্যার্থী হাজির হয়েছেন এই তীর্থভূমিতে। এই চাপ সামলানো সত্যিই মুশকিল প্রশাসনের। কিন্তু যেভাবে পুণ্যার্থীদের জিনিস হাতসাফাই করছে চোরেরা, তা খুবই চিন্তার বিষয়।
পরে অবশ্য মন্দির চত্বরের নিরাপত্তা আরও বাড়িয়ে তোলে পুলিস। সেই সঙ্গে মন্দিরের মাইকে বারবার ঘোষণা করা হয়, গলায় হার, মানিব্যাগ, মোবাইল সামলে রাখুন। এরপর অনেকেই সাবধান হয়ে যান। পুলিস জানিয়েছে, কয়েকটি মানিব্যাগ ও সোনার গয়না উদ্ধার হয়েছে। যেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা